ওয়ার্ল্ড হেরিটেজ
World Heritage India

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট

Pathokia 

পূর্বে প্রকাশিতের পর..

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (১৯৮৭-১৯৯৯)

ইউনেস্কো (UNESCO) বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিকে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে অনুমোদন দেওয়া হয় । ভারতের মহান চোলা মন্দির, সুন্দরবন জাতীয় উদ্যান, এলিফেন্টা কেভ, পট্টডাকল নন্দাদেবী, সাঁচীর বৌদ্ধ স্তুপ, কুতুব মিনার, হুমায়নের সমাধী এবং দার্জি লিং হিমালয়ান রেলপথ প্রভৃতি ১৯৮৭ থেকে ১৯৯৯ সাল পর্য ন্ত সবকটি ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির দ্বারা অনুমোদিত হয়েছিল। এবং সর্ব শেষ ২০২৩ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো কর্ণাটকের বেলুড়, হালেবিড এবং সোমনান্থপুরা হোয়সালা মন্দির এবং পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।বর্তমানে ভারতে ৪২ টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে।

প্রতি বছর বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে তার গুরুত্বের জন্য ইউনেস্কো স্বৃীকৃত বিশেষ মর্যাদা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) ঘোষনা দেয়া হয়। আজ আমরা ইউনেস্কো স্বৃীকৃত ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সাথে পরিচিত হই-

Great Living Chola Temples

স্থানঃ তামিল নাড়ু, ভারত।(Tamil Nadu,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ
মহান চোলা মন্দিরসমূহ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৭ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • চোল সম্রাট এর দ্বারা নির্মিত।
 • মন্দির গুলো হল তাঞ্জাভুরের বৃহদীশ্বর মন্দির, গঙ্গাইকোন্ডচোলীশ্বরমের বৃহদীশ্বর মন্দির ও দরসুরমের ঐরাবতেশ্বর মন্দির।

Sundarbans National Park

স্থানঃ উত্তর ও দক্ষিন চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ ,ভারত। (Westbangal, ,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ
সুন্দরবন জাতীয় উদ্যান
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৭ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • এটি বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেষ্ট।
 • ১৯৭৭ সালে আয়তনঅভায়ারণ্যের মর্যাদা পায়।
 • অঞ্চলটি গভীর ম্যানগ্রোভ অরণ্যে ঢাকা।
 • এটি বৃহত্তম রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষনাগার গুলির অন্যতম।

Elephanta Caves

অবস্থানঃ মহারাষ্ট্র,ভারত (Moharashtra,India)

ওয়ার্ল্ড হেরিটেজ
ওয়ার্ল্ড হেরিটেজ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৭ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • এখানে পাঁচটি হিন্দু গুহা ও দুইটি বৌদ্ধ গুহা রয়েছে।

Group of Monuments at Pattadakal

অবস্থানঃ কর্ণাটক,ভারত। (Karnataka,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৭ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • পট্টডাকাল একটি হিন্দু তীর্থস্থল।
 • এখানে আটটি শিব মন্দির ও একটি শৈব মঠ বিদ্যমান।
 • চত্বরের মধ্যেই পাপনাথ মন্দির ও জৈন মন্দির অবস্থিত।

Nanda Devi and Valley of Flowers National Park

স্থানঃ উত্তরাখন্ড, চামেলী, ভারত।(Uttrakhand,Chameli,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
নন্দাদেবী ও ভ্যালী আব ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৮ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • পশ্চিম হিমালয় অঞ্চলে অবস্থিত।
 • প্রাণীঃ- এশিয় কালো ভাল্লুক, তুষার চিতা, বাদামী ভাল্লুক ও নীল ভেড়া।
 • এটি মনোরম পুষ্পভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

Buddhist Monuments at Sanchi

অবস্থানঃ মধ্যপ্রদেশ,ভারত। (Madhya Prodesh,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
সাঁচীর বৌদ্ধ স্তুপ সমূহ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৯ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • কোন কোন মতে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে এই স্মারকগুলি গড়ে উঠেছিল।

Qutb Minar and its Monuments

অবস্থানঃ  দিল্লি ,ভারত। (Delhi,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ সাইট
কুতুব মিনার ও সংলগ্ন স্মৃতিসৌধ সমূহ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৯৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • এখানে ইলতুতমিসের সমাধি এবং একটি লৌহ স্তম্ভ রয়েছে।
 • একাধিক হিন্দু ও জৈন মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে এই মিনার নির্মিত হয়।
 • চত্বরের কেন্দ্রস্থলে ৭.০২ মিটার (২৩ ফুট) উচ্চতা বিশিষ্ট যে চকচকে লৌহ স্তম্ভটি রয়েছে তাতে একটুও মরিচা ধরেনি।
 • কুতুবউদ্দিন আইবক এই মিনার নির্মাণ কাজ শুরু করেন। ইলতুৎমিসের রাজত্বকালে (১২১১-৩৮) মিনারের কাজ শেষ হয়।

হুমায়ুনের সমাধিস্থল (Humayun’s Tomb)

অবস্থানঃ দিল্লি,ভারত। (Delhi,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ
হুমায়ুনের সমাধিস্থল
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৯৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • (১৫৬৯-১৫৭০) সালে মুঘল সম্রাট হুমায়ুনের বিধবা পত্নী বিগা বেগম (হাজী বেগম) এটি নির্মাণ করেন ।
 • এই সমাধি স্থলটি “মুঘল রাজ বংশের সমাধিক্ষেত্র নামেও পরিচিত

Darjeeling Himalayan railway

অবস্থানঃ দার্জিলিং জেলা, পশ্চিমবঙ্গ,ভারত।(Dargiling, ,India.)

ওয়ার্ল্ড হেরিটেজ
দার্জিলিং হিমালয়ান রেলপথ
 • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৯৯ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
 • দুর্গম পার্বত্য অঞ্চলে বাধাঁ বিপত্তি সত্বেও সাহসী ও অনবদ্য ইঞ্জিনিয়ারিং দক্ষতায় কার্যকরী রেলপথ স্থাপনের নিদর্শন হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়

চলমান ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ...

বিশ্ব ঐতিহ্য বিষয়ে আরো জানতে এখানে ক্লিক্ করুন…

Recommended Posts

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ
World Heritage Bangladesh

ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ

মুসলমানদের তথা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় মসজিদ। বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও এখানকার ইসলামের ইতিহাস তেমন পুরাতন নয়। বাংলাদেশে কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোঘল আমলের পূর্বের প্রায় সকল প্রাচীন মসজিদ ই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা তেমনই কিছু ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানবো। সিংগাইর মসজিদঃ মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। […]

Pathokia 

গেঁটেবাত থেকে মুক্তির উপায়

গেঁটেবাত থেকে মুক্তির উপায় শতাধিক প্রকারের বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়।কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রনা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর ( Rheumatic Fever ) জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে। মানব শরীরে রক্তের সঙ্গে ইউরিক অ্যাসিড (Uric Acid) নামে এক ধরনের উপাদান থাকে, যার […]

Pathokia 
Artimis:NASA’s Mega Moon Rocket
Science and Technology

আর্টেমিস : আবারও চাঁদের বুকে মানুষ

আর্টেমিস :আবারও চাঁদের বুকে মানুষ Artimis:NASA’s Mega Moon Rocket দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেট টি ২৯ আগস্ট যাওয়ার কথা ছিল। আর শেষ ধাপে পাঠানোর কথা ছিল মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছিল বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space […]

Pathokia