আন্তর্জাতিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সার্ক, আসিয়ান, CIRDAP, BIMSTEC, D8

Pathokia 

আন্তর্জাতিক সংগঠন ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সার্ক, আসিয়ান, CIRDAP, BIMSTEC, D8

আন্তর্জাতিক সংগঠন বলতে দুই বা তার অধিক দেশে কর্মরত এক ধরনের বিশেষ সংস্থা।  এজাতীয় আন্তর্জাতিক সংগঠনে বে-সরকারী সংস্থার তুলনায় আন্তর্জাতিক ভাবে সম্পর্কযুক্ত  জনগোষ্ঠীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে বেশী থাকে। বিভিন্ন সংস্থার কর্মক্ষেত্র কিংবা কর্মতৎপরতা কার্যভেদে ভিন্ন হয়ে থাকে। এ ধরনের সংস্থাগুলো সাধারনতঃ দেশের সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না। তবে সরকারের কর্মপন্থার সাথে সীমিত পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সংস্থার প্রকৃষ্ট উদাহরণ হলো-জাতিসংঘ (United Nation)

আজ কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন ইউরোপীয় ইউনিয়ন, আরব লীগ, সার্ক, আসিয়ান, CIRDAP, BIMSTEC, D8 এর কিছু তথ্য জানি-

  • ইউরোপীয় ইউনিয়ন ( EU ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

১৯৫৮ সালে গঠিত ইইসি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানিসহ ৬টি রাষ্ট্র। পরবর্তীতে ব্রিটেন ডেনমার্ক এবং গ্ৰিস European Commission ( EU )- এর সদস্য হয়। পরবর্তীতে স্পেন ও পর্তুগাল ১১তম ও ১২তম সদস্য হয়। EC – ১ নভেম্বর ১৯৯৩ EU – তে রুপান্তরিত হলে সুইডেন ( ১৩তম ), অস্ট্রিয়া ( ১৪তম ) ও ফিনল্যান্ড ( ১৫তম ) এতে যোগদান করে। এই ১৫ সদস্য নিয়ে শুরু হয় EU – ( European Union ) – এর অগ্ৰযাত্রা। বর্তমান সদস্য সংখ্যা – ২৭ টি।

এক নজরে ইউরো মুদ্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

(১) ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম :- ইউরো।
(২) ইউরো মুদ্রার জনক :- রবার্ট মুন্ডেল।
(৩) ইউরো মুদ্রা চালু হয় :- ১ জানুয়ারি ১৯৯৯ থেকে।

  • আরব লীগ ( League of Arb States ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

আরব লীগ গঠিত হয় :- ২২ মার্চ ১৯৪৫। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র :- ৭টি যথা: ইরাক, সিরিয়া, মিসর, লেবানন, জর্ডান, ইয়েমেন ও সৌদি আরব। বর্তমানে আরব লীগের সদস্য দেশ :- ২২টি। মিসর – ইসরায়েল চুক্তির পর যে দেশ আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল :- মিসর। মিসরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় :- ২৬ মার্চ ১৯৭৯। আরব লীগ থেকে মিসরকে বহিষ্কার করার কারণ :- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি করার জন্য। আরব লীগের সদর দপ্তর অবস্থিত :- কায়রো, মিসর। আরব লীগ থেকে মিসরে বহিষ্কার করার পর সংস্থাটির সদর দপ্তর স্থানান্তর করা হয় :- তিউনিস, তিউনিসিয়া। মিসর পুনরায় আরব লীগে যোগদান করে :- ২৩ মে ১৯৮৯। আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ :- ইরান ও ইসরাইল।

  • সার্ক ( SAARC ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ( SAARC ) এর পূর্ণরুপ হলো South Asian Association for Regional Co- operation. সার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম সম্মেলন হয়েছিল :- ১৯৮১ সালে কলম্বোতে। সার্ক প্রতিষ্ঠিত হয় :- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে। সার্কের প্রতিষ্ঠকালীন সদস্য :- ৭টি। সার্কের বর্তমান সদস্য সংখ্যা :- ৮টি যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভূটান ও আফগানিস্তান। সার্কের সর্বশেষ সদস্য দেশ :- আফগানিস্তান। সার্ক সচিবালয় অবস্থিত :- কাঠমান্ডুতে ( নেপাল )। সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন :- হুসাইন মুহম্মদ এরশাদ। সার্কের প্রথম মহাসচিব ছিলেন :- আবুল আহসান ( বাংলাদেশ )। সার্কের বর্তমান মহাসচিব :- আমজাদ হোসেন বি. সিয়াল ( পাকিস্তান – ১৩তম )। সার্কের মহাসচিব নির্বাচিত হয় :- ৩ বছরের জন্য। সার্কের বর্তমান চেয়ারম্যান :- কে. পি. শর্মা অলি ( নেপাল )। সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল :- ৭ – ৮ ডিসেম্বর, ১৯৮৫ ( বাংলাদেশ – ঢাকায় )। সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত :- নয়াদিল্লি ( ভারত )। সার্ক কৃষি তথ্য কেন্দ্র :- ঢাকা ( বাংলাদেশ )। সার্ক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র :- নয়াদিল্লি ( ভারত )।

  • আসিয়ান ( ASEAN )সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

ASEAN এর পূর্ণরুপ হলো Association of South East Asian Nation। আসিয়ান প্রতিষ্ঠিত হয় :- ৮ আগস্ট, ১৯৬৭ সালে। আসিয়ানের প্রাথমিক সদস্য :- ৫টি যথা: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং থাইল্যান্ড। আসিয়ানের বর্তমান সদস্য :- ১০টি যথা: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া। ASEAN এর সর্বশেষ সদস্য :- কম্বোডিয়া ( ৩০ এপ্রিল, ১৯৯৯ )। ASEAN এর সদর দপ্তর :- জাকার্তা, ইন্দোনেশিয়া। ASEAN এর বর্তমান মহাসচিব :- লিম জোক হোই ( ব্রুনাই )। ASEAN+3 হলো :- আসিয়ানভূক্ত দেশসহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম।

  • CIRDAP সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

CIRDAP এর পূর্ণরুপ হলো Centre on Integrated Rural Development for Asia and the Pacific. প্রতিষ্ঠিত হয় :- ৬ জুলাই, ১৯৭৯ সালে। সদস্য সংখ্যা :- ১৫টি। সর্বশেষ সদস্য :- ফিজি। প্রতিষ্ঠার উদ্যোক্তা সংস্থা :- FAO ( জাতিসংঘের অঙ্গসংগঠন )। সদর দপ্তর :- ( চামেলী হাউজ )।

  • BIMSTEC সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

BIMSTEC এর বর্তমান পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co- oporation। আগে BIMSTEC এর পূর্ণরুপ অগে ছিল :- Bangladesh, India, Mayanmar, Sri Lanka, Thailand, Economic Co- oporation. BIMSTEC গঠিত হয় :- ৬ জুন, ১৯৯৭ সালে। BIMSTEC এর পূর্বনাম আগে ছিল :- BISTEC. প্রতিষ্ঠাকালীন সদস্য :- ৪টি যথা: বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। বর্তমান সদস্য সংখ্যা :- ৭টি যথা: বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটান। সদর দপ্তর :- ঢাকা ( বাংলাদেশ)। সর্বশেষ সদস্য :- নেপাল ও ভূটান ( ফেব্রুয়ারি, ২০০৪ সালে )। বর্তমান মহাসচিব :- শহীদুল ইসলাম ( বাংলাদেশ )। ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২২ সালে ( শ্রীলঙ্কায় )।

  • ডি – ৮ ( D – 8 ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

D-8 কবে প্রতিষ্ঠিত হয়:- ১৫ জুন ১৯৯৭। D-8 এর সদস্য দেশ :- ৮টি যথা: তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও নাইজেরিয়া।D-8 জোটের প্রস্তাবক :- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী মাসুদ আসতামাদ।D-8 এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৯৯৭ সালে ( তুরস্কে )।D-8 এর সদর দপ্তর :- ইস্তানবুল ( তুরস্ক )।বর্তমান মহাসচিব :- জাফর কে. শেরি ( মালয়েশিয়া )। ৯ম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- অক্টোবর ২০১৭, ইস্তানবুল ( তুরস্ক )।

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুণ…

Recommended Posts

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ
World Heritage Bangladesh

ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ

মুসলমানদের তথা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় মসজিদ। বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও এখানকার ইসলামের ইতিহাস তেমন পুরাতন নয়। বাংলাদেশে কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোঘল আমলের পূর্বের প্রায় সকল প্রাচীন মসজিদ ই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা তেমনই কিছু ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানবো। সিংগাইর মসজিদঃ মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। […]

Pathokia 

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত ( Rheumatoid Arthritis ) বলতে কি বোঝ? শতাধিক প্রকারের বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রনা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর ( Rheumatic Fever ) জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে ( ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য)। অস্থিসন্ধির অসুখের […]

Pathokia 
Artimis:NASA’s Mega Moon Rocket
Science and Technology

আর্টেমিস : আবারও চাঁদের বুকে মানুষ

আর্টেমিস :আবারও চাঁদের বুকে মানুষ Artimis:NASA’s Mega Moon Rocket দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেট টি ২৯ আগস্ট যাওয়ার কথা ছিল। আর শেষ ধাপে পাঠানোর কথা ছিল মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছিল বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space […]

Pathokia