Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantTwitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplant

বিভিন্ন সময়ে হজ্ব বাতিল কেন হয়েছিল?

হজ্ব বাতিল কেন হয়েছিল

বিভিন্ন কারণে বিভিন্ন সময় ইসলামের ইতিহাসে হজ্ব বাতিল হয়েছিল। আজ আমরা জানব বিভিন্ন সময়ে হজ্ব বাতিল কেন হয়েছিল?

হজ্ব বাতিলের কারণঃ

হজ্ব বাতিল করা একটি ব্যতিক্রমী ঘটনা হলেও  আগে বিভিন্ন সময় হজ্ব বাতিল করা হয়েছিল।  865 খ্রিস্টাব্দে প্রথমবার হজ্ব বাতিল করা হয়েছিল। যা ছিল  আব্বাসীয়দের সময় ঈসমাইল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে।

তারপরে ৯৩০ সালে আরো একবার হজ্ব বন্ধ হয়েছিল।।  কট্টর শিয়াদের আক্রমণে সেই ৯৩০ সালে মোট ৩০,০০০ হাজী শহীদ হয়েছিল। তারা হাজীদেরকে হত্যা করে এবং তাদের লাশ জমজম কূপের ফেলে দিয়েছিল।  তারপরে যখন শিয়ারা ফিরে চলে যায় তখন তারা সাথে করে হাযরে আসওয়াদ বাহারাইনে নিয়ে চলে গিয়েছিল।  তারপরে হাযরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত এক দশক হজ বন্ধ ছিল।

এর আগে এবং পরেও কিছু সময় হজ্ব বাতিলের ঘটনা ঘটেছিল।

হজ্ব বাতিল কেন হয়েছিল

কিছু রাজনৈতিক কারণে ৯৮৩ থেকে ৯৯০ সাল পর্যন্ত হজ্ব বাতিল হয়েছিল। আব্বাসীয় খিলাফত এবং ফাতেমীয় খিলাফত এর মধ্যকার দ্বন্দ্বের কারণে সেই সময় আট বছর পর্যন্ত হজ বন্ধ ছিল। আব্বাসীয় খিলাফত নিয়ে দ্বন্দ্ব হয়েছিল ইরাক ও সিরিয়ার মধ্যে এবং ফাতেমীয় খিলাফতের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল মিশরে।

যুদ্ধ-বিগ্রহ এবং রাজনৈতিক কারণ ছাড়াও মহামারীর কারণেও হজ্ব বাতিল হয়েছিল। ১৮১৪ সালে হেজাজ প্রদেশে প্লেগের কারণে ৮০০০ মানুষ মারা যায়।  এই কারণে প্রথমত  সেই সময়ে হজ্ব বাতিল করা হয়।

এরপরে আঠার ১৮৩১ সালে ইন্ডিয়া থেকে মক্কায় যাওয়ার সময় হাজীদের মধ্যে প্লেগ ছড়িয়ে পড়ে এবং চার ভাগের মধ্যে তিন ভাগ হাজী মৃত্যুবরণ করেন।  ফলে সেই বছরে হজ বাতিল করা হয় তাছাড়া হাজার .১৮৩৭থেকে হাজার ১৮৫৮ সালের মধ্যে প্লেগ এবং কলেরা মহামারীর জন্য তিনবারে মোট সাত বছর হজ বন্ধ ছিল।

আর সম্প্রতি সময়ে ২০২০ সালে করোনা মহামারীতে হজ্ব সীমিত আকারে পালন করে হয়েছিল।

Sources

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul escorthacklink satın alporno izleizmir escorteryaman escortankara escortGaziantep escortonwin girişHacklink satın alTavşanlı escortGiresun escortizmir escortankara escortkayseri escortistanbul escorthacklink satın alporno izleizmir escorteryaman escortankara escortGaziantep escortonwin girişHacklink satın alTavşanlı escortGiresun escortizmir escortankara escortkayseri escort