ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (২০০২-২০১৩)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান

প্রতি বছর বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে তার গুরুত্বের জন্য ইউনেস্কো স্বৃীকৃত বিশেষ মর্যাদা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) ঘোষনা দেয়া হয়। আজ আমরা ইউনেস্কো স্বৃীকৃত ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সাথে পরিচিত হই-

পূর্বে প্রকাশিতের পর..

২৩। বুদ্ধুগয়া মহাবোধি মন্দির (Mahabodhi Temple Complex at Bodh Gaya)

অবস্থানঃ বিহার,ভারত। (Bihar,India.)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
বুদ্ধুগয়া মহাবোধি মন্দির
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০২ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এটি মহামতি অশোক বোধি বৃক্ষটিকে (কথিত আছে ৫৩১ খ্রিষ্টপূর্বাব্দে ৩৫ বছর বয়সে সিদ্ধার্থ গৌতম এখানেই বোধি বা বুদ্ধত্ব লাভ করেন) কেন্দ্র করে প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন ।
 ২৪। ভীমবেটকার প্রস্তরক্ষেত্র (Rock Shelters of Bhimbetka)

অবস্থানঃ মধ্যপ্রদেশ,ভারত। (Madhya Prodesh,India.)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
ভীমবেটকার প্রস্তরক্ষেত্র
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • বিন্ধ্য পর্বতমালার পাদদেশে এই প্রস্তরক্ষেত্র অবস্থিত
  • এখানে পাঁচটি প্রস্তাব ক্ষেত্র অংশে “মেসোথিলিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত” সময়ের চিত্রকলা রক্ষিত আছে
২৫। ছত্রপতি শিবাজী রেল টার্মিনাস (Chhatrapati Shivaji Terminus)

পূর্বনামঃ ভিক্টোরিয়া টার্মিনাস (Formerly Victoria Terminus)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
ছত্রপতি শিবাজী রেল টার্মিনাস

অবস্থানঃ মহারাষ্ট্র ,ভারত।

  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৪ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এটি সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের প্রধান কার্যালয়।
  • ১৮৮৭-৮৮ সালে এই ষ্টেশনটি নির্মিত হয়।
  • বৃটিশ উপদেষ্টা ফ্রেডরিক উইলিয়াম স্টিভেন্স স্থপতির নকশা অনুযায়ী এ ষ্টেশনটি নির্মিত হয়।
  • সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়া এর শাসনের স্বর্ণজয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে এটি নির্মিত হয় এবং ষ্টেশনটির নাম দেয়া হয় “ভিক্টোরিয়া টার্মিনাস”।
  • ১৯৯৬ সালে রাজ্য সরকার সপ্তদশ শতাব্দীর মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজীরনামানুসারে স্টেশনটির নাম পরিবর্তন করে “ছত্রপতি শিবাজী রেল টার্মিনাস” নামকরণ করা হয়।
২৬। চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান (Champaner-Pavagadh Archaeological Park)

অবস্থানঃ গুজরাত,ভারত। (Gujarat,India)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
চম্পানের পাওয়াগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান
  • প্রাকৃতিক উদ্যান হিসেবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৪ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এই প্রাচীন শহরটিই একমাত্র প্রাক-মুঘল শহর যা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় অদ্যবধি বিদ্যমান।
  • এখানে অনেক ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক, এবং জীৱ-বৈচিত্র ঐতিহ্যের প্রত্নতাত্ত্বিকসম্পদ রয়েছে।
  • এই প্ৰত্নতাত্ত্বিক অঞ্চলটি প্ৰাচীন মোগল সাম্রাজ্যর ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে।
২৭। নীলগিরি পার্বত্য রেলপথ (Nilgiri Mountain Railway)

অবস্থানঃ উটি, তামিলনাড়ু ,ভারত।

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
নীলগিরি পার্বত্য রেলপথ
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৫ খ্রিষ্টাব্দে এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • ১৮৯৪ খ্রিষ্টাব্দে এই রেলপথটির নির্মাণকার্য শুরু হয় এবং নির্মাণকার্য শেষ হয় ১৯০৮ খ্রিষ্টাব্দে।
  • রেলপথটির ৪৬ কিলোমিটার বা ২৯ মাইল দীর্ঘ।
  • তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন এই রেলপথের উদ্বোধন করেন।
২৮। লালকেল্লা চত্বর (Red Fort Complex)

অবস্থানঃ দিল্লি,ভারত। (Delhi.India)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
লালকেল্লা চত্বর রি পার্বত্য রেলপথ
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৭ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এটি মুঘল সম্রাট শাহজাহান (১৬২৮-১৬৫৮) কর্তৃক নির্মিত একটি প্রাসাদ দুর্গ।
  • এটির নির্মান কাজ শুরু হয় ১৬৩৮ খ্রিষ্টাব্দে এবং শেষ হয় ১৮৪৮ ১৬৩৮ খ্রিষ্টাব্দে।
  • লাল কেল্লা ছিল সম্রাট শাহজাহানের ৭ম নগরী বা নতুন রাজধানী শাহজাহানাবাদের রাজপ্রাসাদ।
  • ১৮৫৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এ দুর্গ।
  • লাল কেল্লা দিল্লীর বৃহত্তম স্থাপনা।
২৯। কালকা-শিমলা রেলপথ (Kalka-Shimla Railway)

অবস্থানঃ হিমাচল প্রদেশ,,ভারত। (Himachal Pradesh.India)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
কালকা-শিমলা রেলপথ
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০০৮ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • ১৮৯৮ খ্রিষ্টাব্দে এই রেলপথ নির্মানের কাজ শুরু হয় এবং ট্রেন চলাচলের জন্য ১৯০৩ সালের ৯ নভেম্বর খুলে দেয়া হয়।
  • কালকা – শিমলা রেলপথটি ৯৫.৬৬ কি.মি. বা ৫৯.৪৪ মাইল দীর্ঘ।
৩০। যন্তর মন্তর (Jantar Mantar)

স্থানঃ জয়পুর, রাজস্থান ,ভারত। (Jaipur,Rajasthan,India)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
যন্তর মন্তর
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০১০ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এটি কয়েকটি জ্যোতির্বিজ্ঞান যন্ত্র স্থাপত্যের সমষ্টি।
  • মহারাজা দ্বিতিয় জয়সিংহ দিল্লীতে তারই নির্মিত যন্তর মন্তরের আদলে এটি নির্মাণ করেন।
৩১। পশ্চিমঘাট পর্বতমালা (Western Ghats)

স্থানঃ অগন্ত্যমালাই পাহাড় কেরেলা এবং তামিলনাড়ু,ভারত। (Agasthyamalai Sub-Claster,India)

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
পশ্চিমঘাট পর্বতমালা
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০১২ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • পর্বতমালা সমূহঃ পেরিয়ার জাতীয় উদ্যান (কেরেলা) Periyar Sub-Claster

আন্নামালাই পর্বত মালা (কেরেলা এবং তামিলনাড়ু) Anamalai Sub-Claster

নীলগিরি ((কেরেলা, তামিলনাড়ু এবং কারনাটক) Nilgiri Sub-Claster

তলকাবেরী উপত্যকা (কারনাটক) Talakaveri Sub-Claster

কুদ্রেমুখ পাহাড় (কারনাটক) Kudremukh Sub-Claster

সহাদ্রী (তামিলনাড়ু)) Sahyadry Sub-Claster

  • এই স্থান বিশ্বের প্রথম দশটি জৈববৈচিত্রমূলক স্থানের মধ্যে একটি।
৩২। রাজস্থানের পাহাড়ী দুর্গ সমূহ (Hill Forts of Rajasthan)

অবস্থানঃ চিতোরগড় দুর্গ (Chittorgarh), কুম্ভলগড় দুর্গ (Kumbhalgarh), রণথম্বোর দুর্গ (Ranthambhore), অম্বর দুর্গ (Amber Sub-Cluster), জয়সলমীর দুর্গ (Jaisalmer), গগ্রোন দুর্গ (Gagron),রাজস্থান, ,ভারত।

ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ
রাজস্থানের পাহাড়ী দুর্গ সমূহ
  • ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ২০১৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
  • এই দুর্গাগুলির অভ্যন্তরে বিশাল এলাকা, এমনকি গোটা গ্রাম থাকতে পারে।
  • এর গঠনশৈলী একটি প্রতিরক্ষামূলক ও  সামরিক  নিদর্শন।

চলমান ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট…

বিশ্ব ঐতিহ্য বিষয়ে আরো জানতে এখানে ক্লিক্ করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerhacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaTwitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.