বিশ্বের বিখ্যাত ও দর্শনীয় স্থান
(১) পোর্ট ব্লেয়ার : দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত ভারতের অন্যতম সামুদ্রিক বন্দর। এটি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী।
(২) বুশরা : পারস্য উপসাগরের তীরে অবস্থিত দক্ষিণ-পশ্চিম ইরানের বিখ্যাত সমুদ্র বন্দর এবং ইরানের অন্যতম শহর।
(৩) হংকং : ম্যাকাও এবং ক্যান্টন থেকে ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটির রাজধানী ভিক্টোরিয়া। ১৯৯৭ সালের ১ জুলাই চীন হংকং এর কর্তৃত্ব গ্ৰহণ করে। এটি এশিয়ার বাণিজ্যিক রাজধানী।
(৪) টাইগ্ৰিস : মেসোপটেমিয়ার একটি নদী, আরবি নাম দজলা। এ নদীর তীরে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতার উন্মেষ হয়েছিল। বাগদাদ ও বসরা শহর এই নদীর তীরে অবস্থিত।
(৫) মদিনা : সৌদি আরবে অবস্থিত। মসজিদে নববী ও বিশ্বনবী (স) এর রওজা মোবারক এখানে অবস্থিত।
(৬) কারবালা : ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত। এটি ইমাম হোসাইন (র) এর স্মৃতি বিজড়িত শহর।
(৭) আবাদান : ইরানের একটি শহর। তৈল শোধনাগারের জন্য বিখ্যাত।
(৮) বসরা : শাত-ইল-আরব নদীর তীরে অবস্থিত ইরাকের একটি বন্দর। হযরত রাবেয়া বসরী এখানে জন্মগ্ৰহণ করেন। শহরটি খেজুর ও গোলাপের জন্য বিখ্যাত।
(৯) পামির মালভূমি : এটি মধ্য এশিয়ায় অবস্থিত। একে পৃথিবীর ছাদ বলা হয়।
(১০) হরপ্পা : পাকিস্তানের একটি প্রাচীন শহর। এখানে প্রায় পাঁচ হাজার বছর পূর্বের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
(১১) শিয়ালকোট : পাকিস্তানের একটি গ্ৰাম। মহাকবি ইকবালের জন্মস্থান খেলাধুলার সরঞ্জামাদির জন্য বিখ্যাত।
(১২) ব্যাবিলন : দক্ষিণ-পশ্চিম আরবের ইউফ্রেটিস নদীর তীরে ইরাকের দোয়াব অঞ্চলে অবস্থিত ইতিহাস বিখ্যাত প্রাচীন নগরী। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এখানে অবস্থিত।
(১৩) মহেঞ্জোদারো : পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার নিদর্শন এখানে পাওয়া গেছে।
(১৪) তিয়েনআনমেন স্কয়ার : চীনে অবস্থিত। ১৯৪৯ সালে চীনা বিপ্লবের পর মহানায়ক মাওসেতুং এখানে বিল্বপের পতাকা উড়িয়েছিলেন এবং এখানে দাঁড়িয়ে চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
(১৫) নালন্দা : ভারতের বিহার রাজ্য থেকে ৯৫কিমি দক্ষিণে অবস্থিত। এখানে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ছিল। ২০১০ সাল থেকে এখানে নতুনভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
(১৬) বেথেলহেমে : প্যালেস্টাইনে অবস্থিত। জেরুজালেমের প্রায় ১০কিমি দক্ষিণে যিশু খ্রিস্ট ও রাজা ডেভিডের জন্মস্থান।
(১৭) ভ্লাদিভোস্টক : জাপান সাগরের তীরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত রাশিয়ার বিখ্যাত সমুদ্রবন্দর। এখানে রাশিয়ার নৌঘাঁটি আছে।
(১৮) মক্কা : সৌদি আরবের জেদ্দায় প্রায় ৭২কিমি পূর্বে অবস্থিত মুসলমানদের পবিত্র স্থান। এ স্থানে হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্ৰহণ করেন। প্রতি বছর লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ্ব পালনের জন্য এ স্থানে আগমন করেন।
(১৯) সিনাই উপত্যকা : লোহিত সাগরের উত্তর প্রান্তে সুয়েজ উপসাগর ও আকাবা এর মাঝখানে অবস্থিত আরব প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাংশের উপদ্বীপ। ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এ এলাকাটি সম্পূর্ণ দখল করে নেয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে ১৯৭৮ সালের মিশর-ইসরায়েল শান্তি চুক্তির মাধ্যমে ১৯৮২ সালের ২৪ এপ্রিল এটি মিশরের নিকট হস্তান্তর করে।