বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ ষাট গম্বুজ মসজিদ (সিংগাইর মসজিদ, নয়গম্বুজ মসজিদ, সাবেকডাঙ্গা পূরাকীর্তি, জিন্দাপীর মসজিদ)

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ

বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ ষাট গম্বুজ মসজিদ (সিংগাইর মসজিদ, নয়গম্বুজ মসজিদ, সাবেকডাঙ্গা পূরাকীর্তি, জিন্দাপীর মসজিদ)

বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মসজিদ গুলোর তালিকায় ষাট গম্বুজ মসজিদটি র অবস্থান প্রথম দিকে। ষাট গম্বুজ মসজিদটি এশিয়া মহাদেশের অন্তর্বূক্ত বাংলাদেশের সর্ব দক্ষিনে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় সুন্দরবনের কেল ঘেঁষে  অবস্থিত বাংলার এই প্রাচীনতম স্থাপনা । বাগেরহাট জেলায় আরো বেশ কিছু প্রাচীন স্থাপনা যেমন মসজিদ, সমাধি ও বড় বড় দিঘীর সন্ধান পাওয়া গেছে । এটি  বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী তিনটি স্থাপনা গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা । স্বাধীন সুলতানি আমলের এই ঐতিহাসিক নিদর্শন ঐতিহ্য সংরক্ষণ প্রতিষ্ঠান ইউনেস্কো ১৯৮৫ সালে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।

ষাট গম্বুজ মসজিদ

সুন্দরবনের কোল ঘেঁষে বাংলার এই প্রাচীনতম স্থাপনা ১৫ শতকে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহ (১৪৩৫-৫৯) এর শাসনামলে এই অঞ্চলের প্রশাসক খান আল আজম উলগ জাহান আলী কর্তৃক খলিফাবাদ রাজ্য গড়ে তোলে এবং প্রশাসনিক কাজ চালাবার জন্য একটি দরবারহল নির্মান করেন, যা পরবর্তীতে ষাট গম্বুজ মসজিদ রুপে পরিচিত হয়। এর নির্মাণশৈলীতে তুঘলকি ও জৌনপুরী  স্থাপত্য সুস্পষ্ট।

এই প্রাচীন স্থাপনায় কোন শিলালিপি পাওয়া যায়নি। তাই এটি কোন সময় নির্মিত হয়েছিলো সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ষাট গম্বুজ মসজিদটির স্থাপত্যশৈলী দেখে অনুমান করা যায় এটি  খান-জাহান (রঃ) এর আমলে নির্মাণ করা হয়েছিল বলে ধারনা করা যায়।

মুসলিম জাতিসত্তার বিকাশ ধারা, বাঙালি জাতিসত্তার বিকাশ ধারা এবং বাংলাদেশে জাতিসত্তার বিকাশ ধারায় যে সকল মুসলিম মনীষীর অবদান অনস্বীকার্য তার মধ্যে হলেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার অন্তর্গত হযরত আলী রহমাতুল্লাহ আলাইহে।

নির্মাণ শৈলীঃ

এই মসজিদটি বাগেরহাট শহরের তিন মাইল পশ্চিমে ঘোড়া দিঘীর পূর্ব পাড়ে অবস্থিত। প্রাচীন কালে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের জন্য দু’টি প্রবেশ পথ ছিল। একটি পূর্ব দিকে এবং অপরটি  উত্তরে। পূর্ব দিকের প্রবেশপথটি বর্তমানে থাকলেও উত্তরের প্রবেশ পথটি বর্তমানে বিলুপ্ত। একতলা বিশিষ্ট আয়তাকার এই মসজিদটি মূলতঃ মাটি পোড়ানো ইটের তৈরি।  পোড়ামাটির ফলক দ্বারা এই মসজিদের অলংকরন এর কাজ সম্পন্ন করা হয়েছে।

মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি খিলানযুক্ত বৃহৎ আকারের দরজা আছে কিন্তু মাঝের দরজাটি আকারে বড় এবং  উত্তর ও দক্ষিনে ৭টি করে দরজা রয়েছে। মসজিদের পশ্চিম দেয়ালে রয়েছে ১০টি মেহরাব। মাঝের মেহরাবটি আকারে বড় এবং কারুকার্য মন্ডিত। এর উত্তরে চারটি এবং দক্ষিণে পাঁচটি মেহরাব রয়েছে। মূল মেহবারটির পাশাপাশি উত্তরে একটি ছোট দরজার রয়েছে। ধারণা করা হয় খানজাহান আলীর দরবারের কাজের প্রয়োজনে এই দরজাটি ব্যবহার করতেন। নামাজ আদায়ের পাশাপাশি মসজিদটি তখন প্রশাসনিক প্রয়োজনে দরবার কক্ষ এবং শিক্ষার প্রয়োজনে মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। মসজিদের চার কোনে চারটি মিনার রয়েছে। এগুলোর গোলাকার  নকশা  যুক্ত এবং  উপরের দিকে ক্রমশঃ সরু। এদের কার্ণিশের বলয়াকার ব্যান্ড এবং চূঁড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা, কার্নিশের চেয়ে বেশি।  সামনের দুটি মিনারে  নিচ থেকে ২৬টি ধাপে প্যাচানো সিঁড়ি রয়েছে যার একটির নাম রওশন কোঠা, এবং অন্যটির নামআন্ধার কোঠা।  এই  মিনার গুলো থেকে আজান দেওয়ার ব্যবস্থা  ছিল । মসজিদের অভ্যন্তরে মোট ৬০টি পিলার বা স্তম্ভ আছে। এগুলো উত্তর-দক্ষিণে ৬ সারিতে আছে এবং প্রত্যেক সারিতে আবার ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে , তৈরী শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এই ষাটটি স্তম্ভ ও এর চারপাশের দেয়ালের ওপর গম্বুজ তৈরি করা হয়েছে ।  মসজিদের ছাদে মোট ১১টি সারিতে ৭৭টি গম্বুজ রয়েছে। মোট  সাতটি স্তম্ভ পুরো মসজিদের গম্বুজ সমূহের ভারবাহী ছাদকে ধারণ করে আছে।

উপর থেকে দৃশ্যমান ষাট গম্বুজ মসজিদ

ষাট গম্বুজ মসজিদটি বাইরের দিকে (উত্তর-দক্ষিণ) ১৬০ ফুট এবং ভিতরের দিকে ১৪৩ ফুট লম্বা।  পূর্ব-পশ্চিমে (বাইরের দিক) ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। ইট নির্মিত দেয়ালগুলো ৮·৫ ফুট পুরু। শোনা যায়, নির্মান কাজে ব্যবহৃত পাথর সমুহ ভারতের উড়িষ্যার রাজমহল মতান্তরে বাংলাদেশের চট্টগ্রাম তেকে তাঁর  (খান জাহান (রঃ) )অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন।

ষাট গম্বুজ মসজিদের ভিতরের দৃশ্য

বাংলার প্রাক মোঘল আমলের এই মসজিদটির  নাম  কেনো ষাট গম্বুজ মসজিদ হলো তা প্রকৃতই গবেষণার বিষয়। মসজিদের মোট গম্বুজের সংখ্যা ৭৭ টি।  চার মিনারের চারটি গম্বুজসহ গম্বুজের মোট সংখ্যা দাঁড়ায় ৮১টি। তবে কেন এর নাম ষাট গম্বুজ মসজিদ হল তা নিয়ে রয়েছে দুটি মত। একটি মতানুসারে মসজিদটি ৭টি গম্বুজের সারি থেকে এ মসজিদটি সাত গম্বুজ মসজিদ হিসেবে ডাকা হতো। কালক্রমে এই মসজিদটি সাত গম্বুজ মসজিদ হতে ষাটগম্বুজ মসজিদে পরিণত হয়।অপর মতানুসারে ৭টি স্তম্ভ বা খাম্বাজ বিশিষ্ট মসজিদটি সাত খাম্বাজ মসজিদ হিসাবে পরিচিত ছিল পরবর্তিতে তা পরিবর্তিত হয়ে ষাটগম্বুজ মসজিদে পরিনত হয়। তুঘলক-জৌনপুরী  নির্মাণশৈলীর সাথে সাথে বাংলার স্থানীয় রীতির সংমিশ্রণে নির্মিত  এই মসজিদটিতে বর্তমানে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য লোক বাগেরহাট জেলায় ভ্রমণে আসে। শুধু দেশেই নয় বরং বাংলাদেশর বাহির থেকেও পর্যটকরা ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করতে।

বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব ও যাদুঘর বিভাগ পুরাকীর্তি হিসেবে এই ঐতিহাসিক মসজিদ এবং খানজাহান (রঃ) এর মাজার শরীফের সংরক্ষণের জন্য  দায়িত্বভার গ্রহণ করেছে ।

ষাট গম্বুজ মসজিদ চত্ত্বরে একটি  জাদুঘর রয়েছে ।

সিংগাইর মসজিদঃ

সিংগাইর মসজিদ

মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। এটি একটি একগম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটি পলেসত্মরা বিহীন ১১.৮৮ বর্গ মিটার আয়তনের। পলেসত্মরা বিহীন দেয়ালগুলো গড়ে ২.১০মিটার পুরু। মসজিদের কোন গুলো বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে ব্রুজ রয়েছে। মসজিদের পূর্ব দিকে দরজার সংখ্যা ৩টি তবে মাঝেরটির আকার অন্যগুলোর চেয়ে বড়।  মসজিদটির উত্তর ও দক্ষিণে ১টি করে দরজা আছে। মসজিদটির অভ্যন্তর ভাগের পশ্চিম দেয়ালে  মাঝামাঝি  বরাবর একটি মেহরাব আছে যার দু’পাশে আছে দুটি কুলঙ্গী। এরুপ কুলঙ্গী উত্তর ও দক্ষিণের দরজা গুলোর  দ ‘পাশেও আছে।

 

নয়গম্বুজ মসজিদঃ

নয়গম্বুজ মসজিদ

নয়গম্বুজ মসজিদটি বাগেরহাট জেলার খাঞ্জেলী দিঘী বা ঠাকুর দিঘীর পশ্চিম পাড়ে এবং খান জাহান আলী (রঃ) এর সমাদী সৌধের দক্ষিন-পূর্বে অবস্থিত। এটি “আল্লাহর মসজিদ” নামে পরিচিত। জনশ্রুতি আছে এক রাতেই এ মসজিদটি নাকি হঠাৎতৈরী হয়েছিল। যার আয়তন দৈর্ঘে ১৫.২৪ মিঃ এবং প্রস্থে ১৫.২৪ মিঃ। এর দেয়ালগুলো ২.৩৪ মিটার পুরু। মসজিদ অভ্যন্তরভাগ দু’সারি পাথরের ৪টি পিলার  দিয়ে মোট নয়টি খন্ডে বিভক্ত । প্রতিটি খন্ডের উপর মসজিদের ছাদের নয়টি নীচু অর্ধ বৃত্তাকার গম্বুজ দ্বারা  নির্মিত।  পশ্চিমের দেয়ালে তিনটি পোড়ামাটির কারুকাজ সম্বলিত মেহরাব আছে। নয়গম্বুজ মসজিদটি খান জাহান আলী (রঃ) এর স্থাপত্য কৌশলেরই স্বাক্ষ বহন করে।

 

 সাবেকডাঙ্গা পূরাকীর্তিঃ

সাবেকডাঙ্গা পূরাকীর্তি (বামে- এক গম্বুজ বিশিষ্ট প্রার্থনা কক্ষ ও ডানে-কারুকার্য মন্ডিত অভ্যন্তরভাগ

সাবেকডাঙ্গা পূরাকীর্তির অবস্থান ষাটগম্বুজ মসজিদ থেকে প্রায় ৬কিলোমিটার উত্তরে। স্থাপত্য কৌশল দেখে মনে হয় এটি খান জাহান আলী (রঃ) এর  সময়ের ৫০ শতকে নির্মিত। খান জাহান আলী (রঃ) বিশেষ প্রার্থনা বা ধ্যান করার জন্য এটি নির্মান করেছিলেন বলে জনশ্রুতি আছে। এ পূরাকীর্তির একটি মাত্র প্রবেশ পথ আছে যা দক্ষিন দিকে আছে।  ৭.৮৮ মিঃ X ৫.১০মিঃ আয়তনের এই পূরাকীর্তিটি দক্ষিনমুখী করে নির্মিত এবং দেয়াল  ১.৪৭ মিটার পুরু। এখানে কোন মেহরাব যাতীয় কোন চিহ্ন না থাকায় এটিকে মসজিদ বলা যায়না।  সাবেকডাঙ্গা পূরাকীর্তির কার্ণিশগুলো  ধনুকের মত  বাঁকাণো  এবং অভ্যন্তরের  দেয়াল স্থাপত্যশৈলী পোড়ামাটি নির্মিত  ফুল-লতা-পাতার অপূর্ব নকশা দ্বারা শোভিত।

 

জিন্দাপীর মসজিদঃ

জিন্দাপীর মসজিদ

মধ্যযুগীয় এই মসজিদটি ষাটগম্বুজ মসজিদ থেকে ৩ কিলোমিটার দক্ষিন-পূর্ব দিকে চন্দ্রঘোনা গ্রামের জিন্দাপীর মাজার কমপ্লেক্সের উত্তর-পশ্চিম কোনে অবস্থিত।  স্থানীয় ভাবে এটিকে জিন্দ িপীর মসজিদ নামে পরিচিত। (৬মিঃX৬মিঃ) বর্গাকার এ মসজিদটি একগম্বুজ বিশিষ্ট এবং দেয়ালগুলো ১.৫২মিটার পুরু।  এই মসজিদের চার কোনে আছে চারটি আট কোনাকার  বুরুজ । মসজিদের পূর্ব দিকের দেয়ালে  ৩টি, উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে একটি করে দরজা আছে। সামনের অর্থাৎ পশ্চিম দিকের দেয়ালে আছে ৩টি মেহরাব।  ছাদের অর্ধগোলাকার গম্বুজ ছিল যা বর্তমানে ভগ্ন অবস্থায়। ২০০২ সালে এটিকে  প্রত্নতত্ত্ব বিভাগ সংস্কারের মাধ্যমে পূনঃ অবয়ব দান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.