বাংলাদেশের ঐতিহাসিক মসজিদসমূহের সংক্ষিপ্ত তথ্য ও অবস্থান।
মসজিদের নাম —– অবস্থান
বাঘা মসজিদ –> রাজশাহী তে অবস্থিত। নূসরত শাহের আমলে নির্মিত।
কুসুম্বা মসজিদ –> রাজশাহীতে অবস্থিত। ১৫৫৮ সালে সুলতান গিয়াসউদ্দীন বাহাদুর শাহ এর আমলে নির্মিত।
চকের মসজিদ –> ঢাকাতে অবস্থিত। শায়েস্তা খান এর আমলে নির্মিত।
লালবাগ মসজিদ –> ঢাকার লালবাগ দুর্গে অবস্থিত। ১৬৮০ সালে যুবরাজ আযম শাহ এটি নির্মাণ করেন।
সাত গম্বুজ মসজিদ –> মুঘল শাসনামলে বাংলার সুবেদার শায়েস্তা খান কর্তৃক নির্মিত। এতে ৭টি গম্বুজ আছে। ঢাকায় অবস্থিত।
আতিয়া মসজিদ –> টাঙ্গাইলে অবস্থিত। ১৬০৯ সালে পীর আলী শাহান শাহের দরগায় সাইদ খাঁন কর্তৃক নির্মিত।
ছোট সোনা মসজিদ –> চাঁপাইনবাবগঞ্জ এ অবস্থিত। হোসেন শাহ এর আমলে নির্মিত।
বিনত বিবি মসজিদ –> ঢাকায় অবস্থিত। এই মসজিদটি ঢাকার প্রথম মসজিদ। ১৪৫৭ সালে মাহমুদশাহের আমলে নির্মিত।
কদম রসুল মসজিদ –> রাজশাহীতে অবস্থিত। নূসরাত শাহের আমলে নির্মিত।
ষাট গম্বুজ মসজিদ –> খুলনায় অবস্থিত। হযরত খানজাহান আলী এটি নির্মাণ করেন। গম্বুজ সংখ্যা ৮১ টি।
বড় সোনা মসজিদ –> পান্ডুয়ায় অবস্থিত। এটি একটি বিখ্যাত মসজিদ।
বায়তুল মোকাররম মসজিদ –> বাংলাদেশের জাতীয় মসজিদ।
জোড় বাংলার মসজিদ –> যশোর।
চেরাগদানী মসজিদ –> যশোর।
এক গম্বুজ মসজিদ –> বাগেরহাট। শেষ জীবনে যখন খান-ই-জাহান মাজারে বাস করতেন, তখন তিনি এই মসজিদ নির্মান করেন।
নয় গম্বুজ মসজিদ –> বাগেরহাট জেলায় অবস্থিত। এটি খান-ই-জাহান নির্মাণ করেছিলেন বলে জানা যায়।
জিন্দা-পীরের মসজিদ –> এটি হোসেন শাহ বা তার পুত্র নুসরাত শাহ এর আমলে নির্মিত বলে মনে করা হয়।
দেওয়ানবাগ মসজিদ –> সোনারগাঁ এ অবস্থিত। ঈসা খাঁ বা তার কোন বংশধর এটি নির্মাণ করেছিলেন।
বাবা আদম শাহী মসজিদ –> বিক্রমপুরে অবস্থিত। মালিক উল মোয়াজ্জম মালিক কাফুর কর্তৃক ৮৮৮ হিজরী, ১৪৮৩ খ্রীষ্টাব্দে এটি নির্মাণ করেন।
লালবাগ শাহী মসজিদ –> ঢাকায় অবস্থিত। শাহজাদা ফররুখসিয়ার এটি নির্মাণ করেন।
বেগম বাজার মসজিদ –> ঢাকার চক বাজারে অবস্থিত। মুর্শিদকুলী খান ঢাকায় অবস্থান কালে ১৭০০-১৭০৪ খ্রীষ্টাব্দে এটি নির্মাণ করেন।
অষ্টগ্ৰাম কুতুবশাহ মসজিদ –> ময়মনসিংহ জেলায় অবস্থিত।
শঙ্করপাশা মসজিদ –> সিলেট। হোসেন শাহ এর রাজত্বকালে নির্মিত।
শাহসূজা মসজিদ –> কুমিল্লায় অবস্থিত।
বজরাশাহী মসজিদ –> নোয়াখালী জেলায় অবস্থিত। ১৭০১ খ্রীষ্টাব্দে মোহাম্মদ শাহ এর রাজত্বকালে এটি নির্মিত।
মটবী মসজিদ –> নোয়াখালী জেলায় অবস্থিত।
ফকীরা মসজিদ –> হাটহাজারী চট্টগ্রাম।
আন্দরকিল্লা মসজিদ –> চট্টগ্রাম।