ফিঙ্গারপ্রিন্ট এর আবিস্কারক

ফিঙ্গারপ্রিন্ট এর আবিস্কারক

ফিঙ্গারপ্রিন্ট এর আবিস্কারক একজন মুসলিম বাঙ্গালী!

ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ বর্তমানে নিত্যদিনের কাজ কর্মের সাথে জড়িত।  মোবাইল ফোন লক, অফিসের উপস্থিতি কিংবা বিভিন্ন গেটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক খোলা সহ অপরাধী শনাক্তের কাজে ফিঙ্গারপ্রিন্ট এর ব্যবহার রয়েছে অনেক। তবে জেনে অবাক হবেন ফিঙ্গারপ্রিন্ট এর আবিষ্কারক একজন বাঙালি মুসলিম। যার নাম খান বাহাদুর কাজী আজিজুল হক। আজিজুল হক খুলনা জেলার পাইগ্রামে ১৮৭২ সালে জন্মগ্রহণ করেন।  উনবিংশ শতকের শেষ দিকে কথা বেঙ্গল পুলিশের দফতরে কাজে ডুবে আছেন দুই বাঙালি সাব-ইন্সপেক্টর আজিজুল হক ও হেম চন্দ্র বসু। দুজনেই গভীর পর্যবেক্ষণে ছিলেন তখন। অপরাধ বিজ্ঞানের একটি বিশেষ বিষয় নিয়ে চারিদিকে ছড়ানো আংগুলের  ছাপের নমুনা দিয়েই মূলত একটা নতুন সিস্টেম শুরু করার ভাবনায় ছিলেন তারা। কাজ  যতোই এগোচ্ছে ততোই উত্তেজনা চেপে বসেছে তাদের ভেতরে। হঠাৎই এলো সেই মুহূর্ত, তৈরি করা হয়েছিল অপরাধী শনাক্তকরণে নতুন পদ্ধতি যা গোটা বিশ্বের সামনে এলো ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন নামে। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন কিন্তু এর প্রাক্টিক্যাল ইউজ কি, এটা কিভাবে যাচাই করা যায়।  এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে মানুষকে আলাদা করে সনাক্ত করা যায়, সেটা প্রথম আবিষ্কার করেছিলেন কাজী আজিজুল হক।

ফিঙ্গারপ্রিন্ট এর আবিস্কারক

এদিকে তৎকালীন সময়ে ব্রিটিশ বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডোয়ার্ড রিচার্ড হ্যানরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালি প্রতিভাকে, একজন গণিতবিদ কাজী আজিজুল হক অন্যজন হেমচন্দ্র বোস। দুজনে মিলেই ৭০০০ ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। আর অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড় করালেন, যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্ত করা যায়।  এটি ছিল আধুনিক বিজ্ঞানের এক বিশাল আবিষ্কার। যদিও পদ্ধতির নাম হওয়ার কথা ছিল  “বোস-হক আইডেন্টিফিকেশন সিস্টেম” কিন্তু তার বদলে এর নাম হয়ে গেল “হেনরী  ক্লাসিফিকেশন সিষ্টেম”।মূলত হেনরী সাহেবই সবার কাছে প্রচার করতে শুরু করেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই। এমনকি কাজী আজিজুল হককে কোনরকম স্বীকৃতি দিতে অস্বীকার করলেন। এরই মাঝে লুকিয়ে তিনি একটা পেপার পাবলিশ করে ফেলেছেন তাও আবার নিজের নামে।  আর এদিকে বাংলাদেশের কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল ”হেনরি ক্লাসিফিকেশন সিষ্টেম”। এদিকে কারেন্ট সাইন্স সাময়িকী ২০০৫ সালের ১০ জানুয়ারি সংখ্যায় Vol. 88 No. 1 তে  জি এস সদি ও জেসজীদ কাউর, ফরগোটেন ইন্ডিয়ান পাইওনিয়ার অফ ফিঙ্গারপ্রিন্ট সাইন্স (G.S Sodhi & Jasjeet kaur  forgotten indian pioneer of fingerprints science) শির্ষক যে দীর্ঘ নিবন্ধ লেখেন, তাতে তারা হাতের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এর শ্রেণীবিন্যাসকরনের ক্ষেত্রের খান বাহাদুর আজিজুল হকের অবদানের কথা অকপটেই  স্বীকার করে বলেছেন, এক্ষেত্রে তার অবদানই ছিল সবচেয়ে বেশি।

বর্তমানে এটি স্পষ্ট যে, হেনরী সিষ্টেম আর হেনরীর নয় এখন আজিজুল হকের ভক্ত ও অনুসারীরা ফিঙ্গারপ্রিন্টের এই পদ্ধতিকে হেনরী–হক-বোস সিষ্টেম বলে অবহিত করেছেন ব্রিটেন দ্যা ফিঙ্গার প্রিন্ট সোসাইটি (ফেনসি)র  উদ্যোগে চালু করেছে যা দ্যা ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুল হক এন্ড হেমচন্দ্র বোস প্রাইজ। যারা ফরেনসিক ও  সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখবেন এ পুরস্কার মূলত তাদেরকেই দেয়া হবে।

ইতিহাস বিষয়ে আরো জানতে এখানে ক্লিক্ করুন…

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জানতে এখানে ক্লিক্ করুন…

ফিঙ্গারপ্রিন্ট এর আবিস্কারক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.