জাতিসংঘ অঙ্গসংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন কেন হয়েছিল ?-০২

জাতিসংঘে বাংলাদেশ

জাতিসংঘ অঙ্গসংস্থা প্রতিষ্ঠার প্রয়োজন কেন হয়েছিল ?-০২

জাতিসংঘের ইতিহাস-০২

মোট ১৭টি অঙ্গ বা শাখা সংস্থা রয়েছে জাতিসংঘে এবং সর্বশেষ (১৭তম) অঙ্গসংস্থাটির নাম UN Women. জাতিসংঘের মূল শাখা/অঙ্গ সংস্থা  ছয়টি, তবে বর্তমানে পাঁচটি শাখা/অঙ্গ সংস্থা কার্যকর রয়েছে এবং তন্মধ্যে একটি শাখা অকার্যকর।

সাংগঠনিক ভাবে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের প্রধান অঙ্গ সংস্থা গুলো হলোঃ

জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly)

জাতিসংঘ সাধারণ পরিষদ ( United Nations General Assembly ) ( UNGA / GA ) জাতিসংঘের প্রধান ৬টি শাখার মধ্যে অন্যতম। এটিই একমাত্র পরিষদ যেখানে জাতিসংঘের সদস্যভুক্ত সকল রাষ্ট্র সমমর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারী হিসেবে অবস্থান করে। ১০ জানুয়ারি, ১৯৪৬ থেকে সাধারণ পরিষদ কাজ করছে। সাধারণ পরিষদ প্রতি বছর ২১ মার্চ বর্ণবৈষম্যবাদ বিরোধী দিবস পালন করে। কোরীয় যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting For Peace Resolution গৃহীত হয়। ২০১৯ সালে এ পরিষদের ৭৪ তম অধিবেশন অনুষ্ঠিত হয়।
সাধারণ পরিষদের অধিবেশন ( General Assembly Conference ) : প্রতি বৎসর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘ আলাপ আলোচনার মূল সভা বা সাধারণ পরিষদের অধিবেশন বসে‌।

নিরাপত্তা পরিষদ (UN Security Council)

জাতিসংঘ সনদের ২৩নং অনুচ্ছেদে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ ( জাতিসংঘের কার্যনির্বাহী পরিষদ ) ১৫টি সদস্যরাষ্ট্রের সমন্বয়ে গঠিত হবে। প্রথমে ১১ জন সদস্য নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়েছিল। এর মধ্যে ৫ জন স্থায়ী সদস্য, যাদের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে এবং ৬ জন অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যগণ হলো :- মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন ( বর্তমান রাশিয়া )।

ভেটো ( VETO )
ল্যাটিন শব্দ ভেটো- এর অর্থ হলো ‘ আমি এটা মানি না ‘। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া এবং ফ্রান্স- এই পাঁচটি দেশকে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগের অধিকার দেয়া হয় ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN Economic and Social Council)

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ জাতিসংঘের একটি প্রধান অঙ্গসংস্থা। এটিই জাতিসংঘ পরিবার বলে। এর বর্তমান সদস্য ৫৪টি এবং সদস্য রাষ্ট্রের মেয়াদ তিন বছর।  একে United Nations Family নামে অভিহিত করা হয়। প্রতি বছর আগের ১৮(আঠার) টি দেশ অবসর এবং নতুন করে অন্য ১৮(আঠার) টি দেশ অন্তর্ভূক্ত হয়। বছরে ২ বার জেনেভাতে অধিবেশন বসে। এর সদর দপ্তর জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং-এ (United Nations Conference Building )

এই পরিষদের ৫টি আঞ্চলিক কমিটি আছে।

(ক)Economic and social Commission for Asia and pacific (ESCAP)

সদর দপ্তরঃ ব্যাংকক- থাইল্যান্ড (১৯৪৭)

(খ)Economic Commission For Africa  (ECA).  সদর দপ্তরঃ আদ্দিস-আবাবা-ইথিওপিয়া (১৯৫৮)।

(গ)Economic Commission For Europe (ECE). সদর দপ্তরঃ জেনেভা- সুইজারল্যান্ড (১৯৪৭)

(ঘ)Economic Commission For Latin American and Carabian  (ECLAC)

সদর দপ্তরঃ সান্টিয়াগো- চিলি (১৯৪৮)

(ঙ)Economic and Social Commission For Western Asia ( ESCWA).

সদরদপ্তরঃ বৈরুত (লেবানন) ১৯৪৭।

অছি পরিষদ (UN Trusteeship Council)

অছি পরিষদ গঠন করা হয় ১৯৪৫ সালে। এর মূল কাজ হলো উপনিবেশের অধীন দেশ বা অঞ্চলগুলোকে স্বাধীন করে জাতিসংঘের সদস্যভুক্ত করা। ১৯৯৪ সালে পালাউর স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়েছে তাই ১৯৯৪ সাল হতে এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী ররাষ্ট্রই এ পরিষদের সদস্য।

আন্তর্জাতিক আদালত (UN International Court of Justice)

এ সংস্থার বিচারক ১৫ জন। ৯ বছরের জন্য এ আদালতের বিচারকগণ নির্বাচিত হন। আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয় ৩ বছরের জন্য।
সদর দপ্তর :- আন্তর্জাতিক আদালত ( International Court of Justice ) এর সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।

জাতিসংঘ সচিবালয়  (UN Secretariat)

জাতিসংঘ সদর দপ্তর ও বাইরের কর্মরত আন্তর্জাতিক কর্মচারীদের নিয়ে জাতিসংঘ সচিবালয় গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে জাতিসংঘের সচিবালয়ের প্রধান মহাসচিবকে ৫ বছরের জন্য নিযুক্ত করা হয়। জাতিসংঘ সচিবালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ করে থাকে।

জাতিসংঘের মহাসচিবঃ 

আন্তোনিও গুতেরেস :- জন্ম – ৩০ এপ্রিল ১৯৪৯, জন্মস্থান :- পর্তুগালের লিসবন, প্রধানমন্ত্রী নির্বাচন :- কার্নেশন বিপ্লবের পর তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি UNHCR – এর সাবেক প্রধান ছিলেন। জাতিসংঘের নবম ও বর্তমান মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীঃ 

জাতিসংঘ প্রথম শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে ১৯৪৮ সালে ফিলিস্তিনের মাধ্যমে। বাংলাদেশ ১৯৮৮ সালে ইরাক-ইরান মিশনের মাধ্যমে শান্তিরক্ষা মিশনে সর্বপ্রথম অংশগ্রহণ করে। বাংলাদেশের সেনাবাহিনী ১৯৮৮ সালে সর্বপ্রথম দুটি অপারেশনে অংশগ্রহণ করে একটি হলো ইরাকে UNIIMOG এবং নামিবিয়ায় UNTAG.

ইতিহাস বিষয়ে আরো জানতে এখানে ক্লিক্ করুন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerhacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaTwitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.