জাতিসংঘে বাংলাদেশ ও অন্যান্য কর্মসূচিঃ
১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে। সাথে গ্ৰানাডা ও গিনি বিসাও সদস্যপদ লাভ করে ( ২৯তম অধিবেশনে )। ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ( ২৯তম অধিবেশন ) বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন। বাংলাদেশ জাতিসংঘের বাজেটে ০.০১% চাঁদা দেয়। বাংলাদেশের কক্ষ নং – ২১৬। টগো, কেপভার্দে, নাউরু প্রজাতন্ত্র এরা চাঁদা দেয় না।
জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিঃ
Sustainable Development Goals ( SDGs )
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( SDGs )। সময়কাল :- ২০১৬ – ২০৩০ সাল। মেয়াদ :- ১৫ বছর। লক্ষ্যমাত্রা :- ১৭ টি। সূচক :- ৪৭ টি। সহযোগী লক্ষ্য :- ১৬৯ টি। ১৭টি প্রস্তাবের অধিকাংশই ছিল – বাংলাদেশের। বাংলাদেশ মোট ১৯ টি প্রস্তাব করে যার মধ্যে – ১৫ টি গৃহীত হয়।
জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা
UNICEF – জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Children’s Fund। প্রতিষ্ঠা :- ১১ ডিসেম্বর ১৯৪৬। জাতিসংঘের অন্তর্ভুক্ত :- ৬ অক্টোবর ১৯৫৩। সদর দপ্তর :- নিউইয়র্ক। ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৬৫ সালে।
UNDP – জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Development Programme.
প্রতিষ্ঠা :- ১৯৬৫। সদর দপ্তর :- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
UNHCR – জাতিসংঘ উদ্বাদ্ধ বিষয়ক কমিশন নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations High Commissioner for Refugees.
প্রতিষ্ঠা :- ১৪ ডিসম্বর ১৯৫০। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড। শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৫৪, ১৯৮১ সালে।
UNEP – জাতিসংঘ পরিবেশ কর্মসূচি নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Environment Programme.। প্রতিষ্ঠা :- ১৯৭২।
সদর দপ্তর :- নাইরোবি ( কেনিয়া )।
IPCC এর পূর্ণরুপ হলো Intergovernmental Panel on Climate Change. প্রতিষ্ঠা :- ১৯৮৮। সদর দপ্তর :- নেই। নোবেল পুরস্কার লাভ করে ২০০৭ সালে।
IMF – আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Monetary Fund. প্রতিষ্ঠা :- ২৭ ডিসেম্বর, ১৯৪৫। সদর দপ্তর :- ওয়াশিংটন ডি.সি। কোন সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয় :- ব্রিটেন উডস সম্মেলন ( ১৯৪৪ )।
ILO – আন্তর্জাতিক শ্রম সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Labour Organization. প্রতিষ্ঠা :- ১৯ এপ্রিল ১৯১৯। জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় :- ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
সদর দপ্তর :- জেনেভা। শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৬৯ সালে।
WHO – বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো World Health Organization. প্রতিষ্ঠিত :- ৭ এপ্রিল, ১৯৪৮। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।
WTO – বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো World Trade Organization. প্রতিষ্ঠিত হয় :- ১ জানুয়ারি, ১৯৯৫। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড। WTO এর পূর্বনাম :- GATT. GATT প্রতিষ্ঠিত হয় :- ১ জানুয়ারি ১৯৪৮।
UNESCO যা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization. প্রতিষ্ঠা :- ১৬ নভেম্বর, ১৯৪৫। সদর দপ্তর :- প্যারিস ( ফ্রান্স )।
LAEA – আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Atomic Energy Agency. প্রতিষ্ঠা :- ২৯ জুলাই, ১৯৫৭। সদর দপ্তর :- ভিয়েনা ( অস্ট্রিয়া )। শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ২০০৫ সালে।
FAO – খাদ্য ও কৃষি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো Food and Agricultural. প্রতিষ্ঠা :- ১৬ অক্টোবর, ১৯৪৫। সদর দপ্তর :- রোম ( ইতালি )।
আন্তর্জাতিক অপরাধ আদালত ( আইসিসি )
আন্তর্জাতিক অপরাধ আদালতের যাত্রা শুরু করা হয়েছিলো – ১ জুলাই ২০০২। কার্যক্রম শুরু হয় – ৯ নভেম্বর ২০০৬। সদর দপ্তর – দি হেগ ( নেদারল্যান্ড )। যে বিচার পরিচালনার জন্য আদালত গঠিত হয় – যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালত – স্বাধীন, কিন্তু জাতিসংঘের সাথে এর কোন সম্পর্কই নেই। বিচারকের সংখ্যা – ১৮ জন ( পুরুষ – ১১ জন, নারী – ৭ জন )।
একনজরে জাতিসংঘ এর গুরুত্বপূর্ণ তথ্যঃ
(১) সনদের ধারা – ১১১ টি।
(২) পরিচ্ছেদ / ভাগ – ১৯ টি।
(৩) সনদের রচয়িতা – আর্কিব্যাল্ড ম্যাকলেইস।
(৪) দিবস – ২৪ অক্টোবর।
(৫) বর্তমান সদস্য – ১৯৩ টি।
(৬) স্থায়ী পর্যবেক্ষক দেশ – ২টি।
(৭) সদর দপ্তর – নিউইয়র্ক।
(৮) ইউরোপীয় সদর দপ্তর – জেনেভা, সুইজারল্যান্ড।
(৯) অঙ্গসংস্থা – ১৭টি তন্মধ্যে ৬টি প্রধান।
(১০) ভাষা – ৬টি
(১১) অফিসিয়াল/দাপ্তরিক ভাষা – ২টি যথা :- ( ইংরেজি ও ফরাসি )।
(১২) সর্বশেষ সদস্য – দক্ষিণ সুদান ( ২০১১ )।
(১৩) জনসংখ্যার দিক থেকে – ছোট দেশঃ ট্রুভ্যালু ও বড় দেশঃ চীন।
(১৪) আয়তনের দিক থেকে – ছোট দেশঃ মোনাকো ও বড় দেশঃ রাশিয়া।
(১৫) বর্তমান মহাসচিব – এন্তোনিও গুতেরেস, পর্তুগাল ( নবম )।