জাতিসংঘে বাংলাদেশ ও অন্যান্য কর্মসূচি

জাতিসংঘে বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশ ও অন্যান্য কর্মসূচিঃ

১৭ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে ১৩৬তম দেশ হিসেবে সদস্য পদ লাভ করে। সাথে গ্ৰানাডা ও গিনি বিসাও সদস্যপদ লাভ করে ( ২৯তম অধিবেশনে )। ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে ( ২৯তম অধিবেশন ) বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেন। ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন। বাংলাদেশ জাতিসংঘের বাজেটে ০.০১% চাঁদা দেয়। বাংলাদেশের কক্ষ নং – ২১৬। টগো, কেপভার্দে, নাউরু প্রজাতন্ত্র এরা চাঁদা দেয় না।

জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিঃ 

Sustainable Development Goals ( SDGs )
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( SDGs )। সময়কাল :- ২০১৬ – ২০৩০ সাল। মেয়াদ :- ১৫ বছর। লক্ষ্যমাত্রা :- ১৭ টি। সূচক :- ৪৭ টি। সহযোগী লক্ষ্য :- ১৬৯ টি। ১৭টি প্রস্তাবের অধিকাংশই ছিল – বাংলাদেশের। বাংলাদেশ মোট ১৯ টি প্রস্তাব করে যার মধ্যে – ১৫ টি গৃহীত হয়।

জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা

UNICEF – জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Children’s Fund। প্রতিষ্ঠা :- ১১ ডিসেম্বর ১৯৪৬। জাতিসংঘের অন্তর্ভুক্ত :- ৬ অক্টোবর ১৯৫৩। সদর দপ্তর :- নিউইয়র্ক। ইউনিসেফ শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৬৫ সালে।

UNDP – জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Development Programme.
প্রতিষ্ঠা :- ১৯৬৫। সদর দপ্তর :- নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

UNHCR – জাতিসংঘ উদ্বাদ্ধ বিষয়ক কমিশন নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations High Commissioner for Refugees.
প্রতিষ্ঠা :- ১৪ ডিসম্বর ১৯৫০। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড। শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৫৪, ১৯৮১ সালে।

UNEP – জাতিসংঘ পরিবেশ কর্মসূচি নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Environment Programme.। প্রতিষ্ঠা :- ১৯৭২।
সদর দপ্তর :- নাইরোবি ( কেনিয়া )।

IPCC এর পূর্ণরুপ হলো Intergovernmental Panel on Climate Change. প্রতিষ্ঠা :- ১৯৮৮। সদর দপ্তর :- নেই। নোবেল পুরস্কার লাভ করে ২০০৭ সালে।

IMF – আন্তর্জাতিক মুদ্রা তহবিল নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Monetary Fund. প্রতিষ্ঠা :- ২৭ ডিসেম্বর, ১৯৪৫। সদর দপ্তর :- ওয়াশিংটন ডি.সি। কোন সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয় :- ব্রিটেন উডস সম্মেলন ( ১৯৪৪ )।

ILO – আন্তর্জাতিক শ্রম সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Labour Organization. প্রতিষ্ঠা :- ১৯ এপ্রিল ১৯১৯। জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় :- ১৪ ডিসেম্বর, ১৯৪৬।
সদর দপ্তর :- জেনেভা। শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১৯৬৯ সালে।

WHO – বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো World Health Organization. প্রতিষ্ঠিত :- ৭ এপ্রিল, ১৯৪৮। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।

WTO – বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো World Trade Organization. প্রতিষ্ঠিত হয় :- ১ জানুয়ারি, ১৯৯৫। সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড। WTO এর পূর্বনাম :- GATT. GATT প্রতিষ্ঠিত হয় :- ১ জানুয়ারি ১৯৪৮।

UNESCO যা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো United Nations Educational, Scientific and Cultural Organization. প্রতিষ্ঠা :- ১৬ নভেম্বর, ১৯৪৫। সদর দপ্তর :- প্যারিস ( ফ্রান্স )।

LAEA – আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো International Atomic Energy Agency. প্রতিষ্ঠা :- ২৯ জুলাই, ১৯৫৭। সদর দপ্তর :- ভিয়েনা ( অস্ট্রিয়া )। শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ২০০৫ সালে।

FAO – খাদ্য ও কৃষি সংস্থা নিয়ে কাজ করে। এর পূর্ণরুপ হলো Food and Agricultural. প্রতিষ্ঠা :- ১৬ অক্টোবর, ১৯৪৫। সদর দপ্তর :- রোম ( ইতালি )।

আন্তর্জাতিক অপরাধ আদালত ( আইসিসি )

আন্তর্জাতিক অপরাধ আদালতের যাত্রা শুরু করা হয়েছিলো – ১ জুলাই ২০০২। কার্যক্রম শুরু হয় – ৯ নভেম্বর ২০০৬। সদর দপ্তর – দি হেগ ( নেদারল্যান্ড )। যে বিচার পরিচালনার জন্য আদালত গঠিত হয় – যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক অপরাধ আদালত – স্বাধীন, কিন্তু জাতিসংঘের সাথে এর কোন সম্পর্কই নেই। বিচারকের সংখ্যা – ১৮ জন ( পুরুষ – ১১ জন, নারী – ৭ জন )।

একনজরে জাতিসংঘ এর গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) সনদের ধারা – ১১১ টি।
(২) পরিচ্ছেদ / ভাগ – ১৯ টি।
(৩) সনদের রচয়িতা – আর্কিব্যাল্ড ম্যাকলেইস।
(৪) দিবস – ২৪ অক্টোবর।
(৫) বর্তমান সদস্য – ১৯৩ টি।
(৬) স্থায়ী পর্যবেক্ষক দেশ – ২টি।
(৭) সদর দপ্তর – নিউইয়র্ক।
(৮) ইউরোপীয় সদর দপ্তর – জেনেভা, সুইজারল্যান্ড।
(৯) অঙ্গসংস্থা – ১৭টি তন্মধ্যে ৬টি প্রধান।
(১০) ভাষা – ৬টি
(১১) অফিসিয়াল/দাপ্তরিক ভাষা – ২টি যথা :- ( ইংরেজি ও ফরাসি )।
(১২) সর্বশেষ সদস্য – দক্ষিণ সুদান ( ২০১১ )।
(১৩) জনসংখ্যার দিক থেকে – ছোট দেশঃ  ট্রুভ্যালু ও বড় দেশঃ  চীন।
(১৪) আয়তনের দিক থেকে –  ছোট দেশঃ মোনাকো ও বড় দেশঃ রাশিয়া।
(১৫) বর্তমান মহাসচিব – এন্তোনিও গুতেরেস, পর্তুগাল ( নবম )।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerhacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaTwitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.