কেন টিটেনাস টিকা দিতে হয়?
Health

কেটে গেলে টিটেনাস টিকা কেন দিতে হয়

Pathokia 

কেটে গেলে টিটেনাস টিকা কেন দিতে হয়

মরিচা পড়া লোহায় মরিচার সাথে অনেক ময়লা আবর্জনা থাকতে পারে এবং জীবাণু থাকার সম্ভাবনা অনেক বেশি। এই ময়লা আবর্জনার চেয়ে জীবাণুগুলোই আমাদের জন্য অনেক ক্ষতিকর।“Clostridium tetani”  নামক এক প্রকার ব্যাকটেরিয়া আছে। যা সাধারণত মাটি আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়।  এই ব্যাকটেরিয়ার স্পোর  যখন কোন পেরেক, টিন, লোহা বা ওই জাতীয় কোন কিছুর মধ্যে লেগে থাকে আর সেই বস্তুটি যদি আমাদের চামড়া ভেদ করে শরীরের মাংসপেশি তে প্রবেশ করে,  তখন এই স্পোরগুলোর মাধ্যমে  এই Clostridium tetani  ব্যাকটেরিয়ার  বংশ বিস্তার ঘটে।এই বংশবিস্তারের মাধ্যমে একপ্রকার নিউরোটক্সিন তৈরি হয়। যার নাম “tetanospasmin”। এই নিউরোটক্সিন দেহে মোটর নিউরন তৈরি করে। যা স্নায়ুতন্ত্রের একটি অস্বাভাবিক অবস্থা। যার মাধ্যমে পেশীর স্বাভাবিক নিয়ন্ত্রণক অকেজো হয়ে যায়।এই ব্যাকটেরিয়ার  বংশ বিস্তার যাতে না ঘটে সে জন্য টিটেনাস টিকা দিতে হয়।

যখন সংক্রমণ বেড়ে যায় তখন, পেশি খিচুনী দেখা দেয়। যা ক্রমশ চোয়ালেও দেখা দেয়। তাই এই রোগটির অন্যতম নাম হলো “দাঁতকপাটি”।

এই রোগের আরো কয়েকটি লক্ষণ হলোঃ

  • পেশির অনমনীয়তা।
  • খাদ্য গিলে খেতে অসুবিধা হয়।
  • দেহের বিভিন্ন অংশে খিচুনী দেখা দেয়।

এর অন্যতম একটি বিশেষ লক্ষণ হলো যে, শরীরের পেছনের মাংসপেশিগুলো সংকুচিত হতে পারে না। যার ফলে পুরো শরীর ধনুকের মত বেঁকে যায়। যার কারণে এই রোগকে বাংলায় ধনুষ্টংকার বলে।

মূলত, এইসব সমস্যা যেন না হয়, সেই কারণে এই টিটেনাস টিকা নেওয়া হয়। যাতে পরবর্তীতে কোনো বড় সমস্যা না হয়। এটি সেই ব্যাকটেরিয়াকে বংশবিস্তার করা থেকে প্রতিরোধ করে।

কেটে গেলে টিটেনাস কত দিনের মধ্যে দিতে হয়?

পুরোনো বা জং(মরিচা) ধরা কোন কিছু দিয়ে শরীরের কোন অংশ কেটে গেলে ক্ষতস্থান শুধু জীবানুনাশক দিয়ে পরিষ্কার করলেই হবেনা ।যত দ্রুত সম্ভব প্রথমে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে এবং নিচে লিখিত বিধি মত ব্যবস্থা নিতে হবে-

  • আপনাকে টিটেনাস এর টিকা সাত দিনের মধ্যে অবশ্যই অবশ্যই নিতে হবে।
  • অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের টিটেনাসের টিকা নিলে ভালো হয়।
  • মেয়ে শিশুদের ১৫ বছর বয়স হলে এই টিটেনাসের সম্পূর্ণ কোর্স নিতে হবে।
  • সেজন্য টিকার ডোজ চলাকালীন ১৫ থেকে ১৮ বছর বয়সের মেয়েদের যদি এরকম ভাবে কেটে যায় বা রক্ত ঝরে তাহলে তাদের টিটেনাসের টিকা না নিলেও চলবে।

স্বাস্থ্য বিষয়ে আরো জানতে এখানে ক্লিক করুণ

Recommended Posts

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ
World Heritage Bangladesh

ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ

মুসলমানদের তথা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় মসজিদ। বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও এখানকার ইসলামের ইতিহাস তেমন পুরাতন নয়। বাংলাদেশে কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোঘল আমলের পূর্বের প্রায় সকল প্রাচীন মসজিদ ই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা তেমনই কিছু ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানবো। সিংগাইর মসজিদঃ মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। […]

Pathokia 

গেঁটেবাত থেকে মুক্তির উপায়

গেঁটেবাত থেকে মুক্তির উপায় শতাধিক প্রকারের বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়।কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রনা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর ( Rheumatic Fever ) জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে। মানব শরীরে রক্তের সঙ্গে ইউরিক অ্যাসিড (Uric Acid) নামে এক ধরনের উপাদান থাকে, যার […]

Pathokia 
Artimis:NASA’s Mega Moon Rocket
Science and Technology

আর্টেমিস : আবারও চাঁদের বুকে মানুষ

আর্টেমিস :আবারও চাঁদের বুকে মানুষ Artimis:NASA’s Mega Moon Rocket দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেট টি ২৯ আগস্ট যাওয়ার কথা ছিল। আর শেষ ধাপে পাঠানোর কথা ছিল মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছিল বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space […]

Pathokia