ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (১৯৮৩-১৯৮৬)
প্রতি বছর বিশ্বের প্রাকৃতিক নিদর্শন ও নানা ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাকে তার গুরুত্বের জন্য ইউনেস্কো স্বৃীকৃত বিশেষ মর্যাদা (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) ঘোষনা দেয়া হয়। আজ আমরা ইউনেস্কো স্বৃীকৃত ভারতের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সাথে পরিচিত হই-
০১।তাজমহল (Taj Mahal)
স্থানঃ আগ্রা, উত্তর প্রদেশ,ভারত। (Agra, Uttar Prodesh,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম একটি আশ্চর্য।
- সম্রাট শাহজাহানের পত্নী বেগম মমতাজ মহলের ( আরজুমান্দ বানু বেগম)(৩য়া স্ত্রী) স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়
- প্রধান স্থপত্য শিল্পী ছিলেন উস্তাদ আহমদ লাহেরী।
- এই সৌধটি তৈরি করতে সময় লেগেছিল ১৬ বছর।
- ১৯৮৩ সালে সাংস্কৃতিক সম্পত্তি/স্মারক হিসেবে (i)ক্যাটাগরিতে তাজমহল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হয়।
০২। আগ্রা ফোর্ট (Agra Fort)
স্থানঃউত্তর প্রদেশ,ভারত। (Uttar Pradesh,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- নির্মাণকাজ শুরু হয় ষোড়শ শতাব্দী ১৫৬৫ সালে আকবরের রাজত্বকালে এবং শেষ হয় যথাক্রমে জাহাঙ্গীর, শাহাজাহান এবং আওরঙ্গজেবের সময়ে অর্থাৎ ১৫৭৩ সালে প্রায় ৯৫ বছর।
- আগ্রা ফোর্ট নির্মানে মোট খরচ হয়েছিল প্রায় সেই আমলের ৩৫ লক্ষ টাকা। এবং প্রায় ৪ লক্ষ শ্রমিক কাজ করেছিল।
- ৯৪ একর বা ৩৮ হেক্টর বা আডাই কি.মি. এলাকা জুড়ে অবস্থিত।
- মালিকঃ লোদী রাজবংশ (১৫০৪-১৫২৬), মোঘল সম্রাজ্য(১৫২৬-১৫৪০), সুরী রাজবংশ(১৫৪০-১৫৫৫), মোঘল সম্রাজ্য(১৫৫৬-১৭৬১), ভরতপুর রাজ্য(১৭৬১-১৭৭৪), মোঘল সম্রাজ্য(১৭৭৪-১৭৮৫), মারাঠা সম্রাজ্য ১৭৮৫-১৮০৩), বিৃটিশ সম্রাজ্য (১৮০৩-১৯৪৭)
০৩। ইলোরা গুহাসমূহ (Ellora Caves)
অবস্থানঃ মহারাষ্ট্র,ভারত। (Moharashtra,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ও জৈন ধর্মের সাংস্কৃতিক কলার একটি মিত্র কেন্দ্র।
০৪। অজন্তা গুহাসমূহ (Ajanta Caves)
অবস্থানঃ মহারাষ্ট্র ,ভারত।(Moharashtra,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৩ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এখানে মোট ৩২ টি প্রস্থরখোদিত গুহা স্মারক বিদ্যমান, যা বৌদ্ধদের ধর্মীয় চিত্রকলার এক অনন্য নিদর্শন।
- এই গুহা গুলোতে উন্নত মানের চিত্রকলা ও ফ্রেস্কো দেখা যায় ।
- যা শ্রীলংকার সিগিরিয়া চিত্রকলা স্থাপত্য কলার অনুসারী
৫। কোর্ণাক সূর্য মন্দির (Sun Temple, Konarak)
অবস্থানঃ পুরী জেলা, উড়িষ্যা,ভারত।(Puri District, Odisha, India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৪ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত।
- এই মন্দিরটি নির্মাণ করান পূর্ব গাঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব।
- এটি সূর্যের চব্বিশ চক্র বিশিষ্ট রথের আকারে নির্মিত।
৬। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান (Kaziranga National Park)
স্থানঃ অসম, ভারত (Asam, India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৫ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল।
০৭। মানস বন্য প্রাণী অভয়ারণ্য (Manas Wildlife Sanctuary)
স্থানঃ অসম, ভারত (Asam,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৫ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- ১৯৭৩ সালে এটিকে “ব্যাঘ্র সংরক্ষন কেন্দ্র”(টাইগার রিজার্ভ) ঘোষনা করা হয়।
০৮। মহাবলীপুরম স্মারকসমূহ (Group of Monuments at Mahabalipuram)
স্থানঃ তামিলনাড়ু,ভারত (Tamil Nadu, India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৫ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি সপ্তম ও অষ্টম শতাব্দীতে পল্লব রাজারা নির্মাণ করেছিলেন।
- এখানে রয়েছে রক-রিলিফ গঙ্গাবতরন, যেটি বৃহত্তম মুক্তাঙ্গনস্থ রক-লিরিফ।
০৯। কেওলাদেও জাতীয় উদ্যান (Keoladeo National Park)
স্থানঃ রাজস্থান,ভারত (Rajastan,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৫ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি একটি রামসার জলাভূমি।
- অনেক প্রজাতীর পরিযায়ী পাখি এখানে ভীড় জমায়।
- সমগ্র উদ্যানটি ১৭টি গ্রাম ও ভরতপুর শহর দ্বারা বেষ্টিত।
১০। ফতেপুর সিক্রি (Fatehpur Sikri)
স্থানঃ উত্তর প্রদেশ,ভারত (Uttor Prodesh,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৬ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত।
- এই শহরে বুলন্দ দরওয়াজা, পাঁচ মহল, সেলিম চিশতির সমাধি স্থল ছাড়াও জামা মসজিদ নামক ভারতের অন্যতম বৃহৎ মসজিদ অবস্থিত।
১১। খাজুরাহোর মন্দির সমূহ (Kajuraho Group of Monuments)
অবস্থানঃ মধ্যপ্রদেশ,ভারত (Madhya Prodesh,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৬ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- এইগুলো চান্দেলা রাজবংশ কর্তৃক নির্মিত।
- এই স্মারকসমূহের যেসকল স্থাপনা গুলি আজও টিকে আছে সেগুলো হিন্দু ও জৈন ধর্ম স্থান।
১২। হাম্পি স্মারকসমূহ (Group of Monuments at Hampi)
অবস্থানঃ কর্ণাটক,ভারত (Karnataka,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৬ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ অবস্থিত।
১৩। গোয়ার গির্জা ও কনভেন্ট সমূহ (Churches and Convents of Goa)
অবস্থানঃ গোয়া,ভারত (Goa,India)

- ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ১৯৮৬ এ এটি অন্তর্ভুক্ত করা হয়।
- গোয়ার এই স্মারকগুলি “প্রাচ্যের রোম নামে পরিচিত।
- এখানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থানটি হল যীশুর গির্জা।
- সেন্ট ফ্রান্সিস-জেভিয়ারের সমাধি এই গির্জাতেই অবস্থিত।
বিশ্ব ঐতিহ্য বিষয়ে আরো জানতে এখানে ক্লিক্ করুন…