ইসলামী ব্যাংকিং এর সংক্ষিপ্ত ইতিহাস
১৯৬৩ সালে ইসলামী ব্যাংকের আদলে প্রথম ঋণ লেনদেন করার জন্য একটি আর্থিক প্রতিষ্ঠান প্রবর্তন করেন মিসরের মিটগামারের একজন ব্যক্তি। এর আগে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোতে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে ওঠার বিষয়ে কোনো চিন্তা ভাবনাই হয়নি।
তবে মিটগামারের সেই প্রতিষ্ঠানটি বেশি দিন স্থায়ী হয়নি। তবে তার আদলে ইসলামী সরিয়াহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করার ব্যাপারে পরবর্তীতে মুসলিম বিশ্বে আলোচনা শুরু হতে থাকে। ১৯৭২ সালের জুলাই মাসের পরেই বিশ্বে প্রথম ইসলামী ব্যাংক স্থাপিত হয়েছে । আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের যৌথ কর্মসূচী “Sturactural Adjustment Programme” এর আওতায় বিভিন্ন মুসলিম অধ্যুষিত দেশের সরকার উদারীকরণ নীতির মাধ্যমে প্রথম ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে অনুমোদন দেয়া আরম্ভ করে । এ ক্ষেত্রে প্রধান ভুমিকা পালন করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের কর্মকর্তা শামী’য়াল ডারভিশ, আব্বাস মীরাখন ও মহসীন খান ।
সূত্র – নাজ্জার-ইব্রাহিম-আনসারী লিখিত ‘ইসলামী ব্যাংক কি ও কেন ?
১৯৭৫ সালে সৌদি আরবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক খোলা হয়। এই ব্যাংকটি পরবর্তীতে দ্রুত প্রসারিত হয় এবং সারা বিশ্বের সদস্য দেশগুলোর সাথে চুক্তি সম্প্রসারিত করে। আই ডি বি’র হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই দ্রুত বর্ধনশীল শিল্পকে সংগঠিত করার জন্য, ১৯৯০ সালে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্টিং এবং অডিটিং সংস্থা (AAOIFI) খোলা হয়। ১৯৯৬ সালে, ইহুদি নিয়ন্ত্রিত সিটি ব্যাংকও ইসলামী ব্যাংকিং বিভাগ চালু করে এবং অন্যান্য কোম্পানি শীঘ্রই এক পথ অনুসরণ করে।
সূত্র-crescentwealth.com.au/…/history-and-evolution…/
বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাস
১৯৭৯ সালে নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন দুবাই ইসলামি ব্যাংকের অনুরূপ বাংলাদেশে একটি ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে লেখা এক চিঠিতে সুপারিশ করেন। এর পরপরই ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং উইং বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিমত জানতে চায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে তৎকালীন গবেষণা পরিচালক এ এস এম ফখরুল আহসান ১৯৮০ সালে ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য দুবাই ইসলামি ব্যাংক, মিসরের ফয়সাল ইসলামি ব্যাংক, নাসের সোশ্যাল ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামী ব্যাংক সমিতির কায়রো অফিস পরিদর্শন করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে একটি প্রতিবেদন পেশ করেন। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের সাপেক্ষে এবং আই ডি বি’র সহায়তায় ১৯৮৩ সালে সর্বপ্রথম ইসলামী ব্যাংক যাত্রা শুরু করে।
সূত্র- “বাংলাদেশে ইসলামী ব্যাংকিং”। মাসিক দ্বীন দুনিয়া। সংগ্রহের তারিখ ২৮ অগাস্ট, ২০১৩