আন্তর্জাতিক সংগঠন ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, OPEC, G–7

Pathokia 

আন্তর্জাতিক সংগঠন ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, OPEC, G–7

আন্তর্জাতিক সংগঠন বলতে দুই বা তার অধিক দেশে কর্মরত এক ধরনের বিশেষ সংস্থা।  এজাতীয় আন্তর্জাতিক সংগঠনে বে-সরকারী সংস্থার তুলনায় আন্তর্জাতিক ভাবে সম্পর্কযুক্ত  জনগোষ্ঠীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে বেশী থাকে। বিভিন্ন সংস্থার কর্মক্ষেত্র কিংবা কর্মতৎপরতা কার্যভেদে ভিন্ন হয়ে থাকে। এ ধরনের সংস্থাগুলো সাধারনতঃ দেশের সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না। তবে সরকারের কর্মপন্থার সাথে সীমিত পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সংস্থার প্রকৃষ্ট উদাহরণ হলো-জাতিসংঘ (United Nation)

আজ কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন OIC, NAM, কমনওয়েলথ, OPEC, G–7 এর তথ্য জানি-

  • ও আই সি ( OIC ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) প্রতিষ্ঠার সূত্রপাত :- ১৯৬৯ সালে ( আল আকসা মসজিদে ইহুদিদের দ্বারা অগ্নিকাণ্ডের কারণে )।
(২) OIC – এর পূর্বনাম :- Organization of Islamic Conference / Organization of Islamic Countries.
(৩) বর্তমান নাম :- Organization of Islamic Co- operation.
(৪) আনুষ্ঠানিক ভাবে OIC প্রতিষ্ঠা :- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
(৫) সদর দপ্তর :- জেদ্দা ( সৌদি আরব )।
(৬) বর্তমান মহাসচিব :- ইউসেফ বিন আল ওথাইমিন।
(৭) OIC – এর মহাসচিবের মেয়াদকাল :- ৫ বছর ( আগে ছিল ৪ বছর )।
(৮) মোট সদস্য :- ৫৭ টি ( ১৫ আগস্ট ২০১২ সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয় )।
(৯) অমুসলিম রাষ্ট্র হয়েও OIC – এর সদস্য :- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক।
(১০) প্রথম মহাসচিব :- মালয়েশিয়ার টেংকু আবদুর রহমান ( ১৯৭১-৭৩)।
(১১) ১৫ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২২ সালে গাম্বিয়াতে।
(১২) বাংলাদেশ সদস্য পদ লাভ করে :- ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ ( ৩২ তম সদস্য, লাহোর সম্মেলনে )।

  • জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) NAM – এর পূর্ণরুপ :- Non Aligned Movement.
(২) NAM প্রতিষ্ঠিত হয় :- ১৯৬১ সালে ( বেলগ্ৰেড সম্মেলনের মধ্য দিয়ে )।
(৩) NAM – এর প্রতিষ্ঠাতা ব্যক্তিদ্বয় :- যোসেফ মার্শাল টিটো ( যুগোশ্লোভিয়া ), জামাল আবদেল নাসের ( মিসর ), জওহার লাল নেহেরু ( ভারত ), ড. আহমেদ সুকর্নো ( ইন্দোনেশিয়া ) ও ঘানার কাওয়ামী নক্রুমা।
(৪) NAM – এর সদর দপ্তর :- এর কার্যত কোন সদর দপ্তর নেই।
(৫) NAM – এর প্রতিষ্ঠাকালীন সদস্য :- ২৫ টি।
(৬) NAM – এর বর্তমান সদস্য সংখ্যা :- ১২০ টি।
(৭) NAM – এর সর্বশেষ সদস্য :- আজারবাইজান ও ফিজি ( মে, ২০১১ )।
(৮) বান্দুং সম্মেলনে গৃহীত নীতি :- পঞ্চশীল নীতি।
(৯) NAM – এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৯৬১ সালে বেলগ্ৰেড।
(১০) ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- ২৫,২৬ অক্টোবর ২০১৯, আজরবাইজানের বাকুতে।
(১১) বাংলাদেশ NAM – এর সদস্য পদ লাভ করে :- ১৯৭২ সালে।

  • কমনওয়েলথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) প্রতিষ্ঠা :- ২৬ এপ্রিল ১৯৪৯, লন্ডন ঘোষণার মাধ্যমে।
(২) সদর দপ্তর :- মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য।
(৩) দাপ্তরিক ভাষা :- ইংরেজি।
(৪) সংস্থার প্রধান :- রাণী দ্বিতীয় এলিজাবেথ।
(৫) বর্তমান চেয়ারপার্সন :- থেরেসা মে, যুক্তরাজ্য।
(৬) মহাসচিব :- প্যাট্রিসিয়া জ্যানেট ( ব্রিটিশ আইনজীবী )।
(৭) বর্তমান সদস্য :- ৫৪ টি।
(৮) সংগঠনের ধরণ :- রাজনৈতিক ( Political Union ).
(৯) সর্বশেষ সদস্য রাষ্ট্র :- রুয়ান্ড ( ২০০৯ )।

  • OPEC সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) OPCE – এর পূর্ণরুপ :- Organization of the Petroleum Exporting Countries.
(২) গঠিত হয় :- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে, বাগদাদ, ইরাক।
(৩) উদ্যোক্তা দেশ :- ভেনিজুয়েলা।
(৪) OPCE – এর সদর দপ্তর :- ভিয়েনো ( অস্ট্রিয়া )।
(৫) বর্তমান সদস্য সংখ্যা :- ১৩ টি।

  • G – 7 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) পূর্ণনাম :- Group of Seven ( বিশ্বের শিল্পোন্নত ৭টি জাতির জোট )।
(২) প্রতিষ্ঠিত হয় :- ২২ সেপ্টেম্বর, ১৯৮৫ সালে।
(৩) সদস্য সংখ্যা :- ৭ টি যথা: যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স।
(৪) পূর্ব নাম ছিল :- G – 6
(৫) সর্বশেষ সদস্য ছিল :- রাশিয়া ( ১৯৯৭ সালে রাশিয়া যোগ দেয় এবং পূর্ণাঙ্গ সদস্য পদ পায় ২৬ জুন, ২০০২ সালে।
(৬) G – 7 ভূক্ত একমাত্র এশীয় দেশ :- জাপান।

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুণ…

Recommended Posts

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ
World Heritage Bangladesh

ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ

মুসলমানদের তথা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় মসজিদ। বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও এখানকার ইসলামের ইতিহাস তেমন পুরাতন নয়। বাংলাদেশে কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোঘল আমলের পূর্বের প্রায় সকল প্রাচীন মসজিদ ই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা তেমনই কিছু ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানবো। সিংগাইর মসজিদঃ মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। […]

Pathokia 

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত ( Rheumatoid Arthritis ) বলতে কি বোঝ? শতাধিক প্রকারের বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রনা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর ( Rheumatic Fever ) জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে ( ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য)। অস্থিসন্ধির অসুখের […]

Pathokia 
Artimis:NASA’s Mega Moon Rocket
Science and Technology

আর্টেমিস : আবারও চাঁদের বুকে মানুষ

আর্টেমিস :আবারও চাঁদের বুকে মানুষ Artimis:NASA’s Mega Moon Rocket দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেট টি ২৯ আগস্ট যাওয়ার কথা ছিল। আর শেষ ধাপে পাঠানোর কথা ছিল মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছিল বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space […]

Pathokia