Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplant

আন্তর্জাতিক সংঠনসমূহ-০১ (ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, OPEC, G–7)

আন্তর্জাতিক সংঠনসমূহ-০১ (ওআইসি, ন্যাম, কমনওয়েলথ, OPEC, G–7)

ও আই সি ( OIC ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) প্রতিষ্ঠার সূত্রপাত :- ১৯৬৯ সালে ( আল আকসা মসজিদে ইহুদিদের দ্বারা অগ্নিকাণ্ডের কারণে )।
(২) OIC – এর পূর্বনাম :- Organization of Islamic Conference / Organization of Islamic Countries.
(৩) বর্তমান নাম :- Organization of Islamic Co- operation.
(৪) আনুষ্ঠানিক ভাবে OIC প্রতিষ্ঠা :- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
(৫) সদর দপ্তর :- জেদ্দা ( সৌদি আরব )।
(৬) বর্তমান মহাসচিব :- ইউসেফ বিন আল ওথাইমিন।
(৭) OIC – এর মহাসচিবের মেয়াদকাল :- ৫ বছর ( আগে ছিল ৪ বছর )।
(৮) মোট সদস্য :- ৫৭ টি ( ১৫ আগস্ট ২০১২ সিরিয়ার সদস্য পদ স্থগিত করা হয় )।
(৯) অমুসলিম রাষ্ট্র হয়েও OIC – এর সদস্য :- উগান্ডা, রুয়ান্ডা, ক্যামেরুন, বেনিন, সুরিনাম, গায়না ও মোজাম্বিক।
(১০) প্রথম মহাসচিব :- মালয়েশিয়ার টেংকু আবদুর রহমান ( ১৯৭১-৭৩)।
(১১) ১৫ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২২ সালে গাম্বিয়াতে।
(১২) বাংলাদেশ সদস্য পদ লাভ করে :- ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ ( ৩২ তম সদস্য, লাহোর সম্মেলনে )।

জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) NAM – এর পূর্ণরুপ :- Non Aligned Movement.
(২) NAM প্রতিষ্ঠিত হয় :- ১৯৬১ সালে ( বেলগ্ৰেড সম্মেলনের মধ্য দিয়ে )।
(৩) NAM – এর প্রতিষ্ঠাতা ব্যক্তিদ্বয় :- যোসেফ মার্শাল টিটো ( যুগোশ্লোভিয়া ), জামাল আবদেল নাসের ( মিসর ), জওহার লাল নেহেরু ( ভারত ), ড. আহমেদ সুকর্নো ( ইন্দোনেশিয়া ) ও ঘানার কাওয়ামী নক্রুমা।
(৪) NAM – এর সদর দপ্তর :- এর কার্যত কোন সদর দপ্তর নেই।
(৫) NAM – এর প্রতিষ্ঠাকালীন সদস্য :- ২৫ টি।
(৬) NAM – এর বর্তমান সদস্য সংখ্যা :- ১২০ টি।
(৭) NAM – এর সর্বশেষ সদস্য :- আজারবাইজান ও ফিজি ( মে, ২০১১ )।
(৮) বান্দুং সম্মেলনে গৃহীত নীতি :- পঞ্চশীল নীতি।
(৯) NAM – এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৯৬১ সালে বেলগ্ৰেড।
(১০) ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- ২৫,২৬ অক্টোবর ২০১৯, আজরবাইজানের বাকুতে।
(১১) বাংলাদেশ NAM – এর সদস্য পদ লাভ করে :- ১৯৭২ সালে।

কমনওয়েলথ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) প্রতিষ্ঠা :- ২৬ এপ্রিল ১৯৪৯, লন্ডন ঘোষণার মাধ্যমে।
(২) সদর দপ্তর :- মার্লবোরো হাউস, লন্ডন, যুক্তরাজ্য।
(৩) দাপ্তরিক ভাষা :- ইংরেজি।
(৪) সংস্থার প্রধান :- রাণী দ্বিতীয় এলিজাবেথ।
(৫) বর্তমান চেয়ারপার্সন :- থেরেসা মে, যুক্তরাজ্য।
(৬) মহাসচিব :- প্যাট্রিসিয়া জ্যানেট ( ব্রিটিশ আইনজীবী )।
(৭) বর্তমান সদস্য :- ৫৪ টি।
(৮) সংগঠনের ধরণ :- রাজনৈতিক ( Political Union ).
(৯) সর্বশেষ সদস্য রাষ্ট্র :- রুয়ান্ড ( ২০০৯ )।

OPEC সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) OPCE – এর পূর্ণরুপ :- Organization of the Petroleum Exporting Countries.
(২) গঠিত হয় :- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে, বাগদাদ, ইরাক।
(৩) উদ্যোক্তা দেশ :- ভেনিজুয়েলা।
(৪) OPCE – এর সদর দপ্তর :- ভিয়েনো ( অস্ট্রিয়া )।
(৫) বর্তমান সদস্য সংখ্যা :- ১৩ টি।

G – 7 সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহঃ

(১) পূর্ণনাম :- Group of Seven ( বিশ্বের শিল্পোন্নত ৭টি জাতির জোট )।
(২) প্রতিষ্ঠিত হয় :- ২২ সেপ্টেম্বর, ১৯৮৫ সালে।
(৩) সদস্য সংখ্যা :- ৭ টি যথা: যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স।
(৪) পূর্ব নাম ছিল :- G – 6
(৫) সর্বশেষ সদস্য ছিল :- রাশিয়া ( ১৯৯৭ সালে রাশিয়া যোগ দেয় এবং পূর্ণাঙ্গ সদস্য পদ পায় ২৬ জুন, ২০০২ সালে।
(৬) G – 7 ভূক্ত একমাত্র এশীয় দেশ :- জাপান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul escorthacklink satın alporno izleizmir escorteryaman escortankara escortGaziantep escortonwin girişHacklink satın alTavşanlı escortGiresun escortizmir escortankara escortkayseri escort