আন্তর্জাতিক সংঠনসমূহ-০৩ (G–77, জি – ২০, ব্রিকস, INTERPOL, Red Cross, Amnesty International)

আন্তর্জাতিক সংঠনসমূহ-০৩ (G–77, জি – ২০, ব্রিকস, INTERPOL, Red Cross,
Amnesty International)

G–77  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) এর পূর্ণরুপ :- Group of Seventy Seven.
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৫ জুন, ১৯৬৪ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন সদস্য :- ৭৭ টি।
(৪) সদস্য সংখ্যা :- ১৩৪ টি।
(৫) সদর দপ্তর :- নেই।
(৬) বাংলাদেশ G – 77 এর চেয়ারম্যান ছিল :- ১৯৮২ – ৮৩ মেয়াদে।

জি – ২০ ( G – 20 ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

(১) বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম :- জি – ২০।
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৯৯৯ সালে।
(৩) সদস্য দেশ :- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
(৪) জি – ২০ নামে আরো একটি সংগঠন রয়েছে যেটি উন্নয়নশীল দেশগুলো নিয়ে গঠিত। এটি প্রতিষ্ঠিত হয় – ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ২৩।

ব্রিকস ( BRICS ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

(১) ব্রিকস গঠিত হয় :- ১৬ মে ২০০৮।
(২) এর পূর্ব নাম :- BRIC ( ব্রিক )।
(৩) সদস্য দেশ :- ৫টি যথা: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
(৪) একাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৩, ১৪ নভেম্বর ২০১৯, ব্রাসিলিয়া, ব্রাজিল।
(৫) দ্বাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২০ সালে, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।

INTERPOL সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) পূর্ণরুপ :- International Criminal Police Organization.
(২) গঠিত হয় :- ১৯২৩ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন নাম :- International Criminal Police Commission.
(৪) প্রাথমিক সদস্য :- ৫০ টি।
(৫) বর্তমান সদস্য সংখ্যা :- ১৯৪ টি।
(৬) সদর দপ্তর :- প্যারিসের লিও, ফ্রান্স ( ১৯৮৯ – বর্তমান )।
(৭) প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর :- ভিয়েনা – অস্ট্রিয়া।
(৮) INTERPOL পরিচালিত হয় :- ‘ জেনারেল অ্যাসেম্বলিং’ নামক কমিটির মাধ্যমে।
(৯) বাংলাদেশ INTERPOL এর সদস্য পদ লাভ করে :- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
(১০) প্রথম নারী প্রেসিডেন্ট :- মিরিল্লি বাল্লেস ট্রাজ্জি – ফ্রান্স।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন

বিশ্ব স্কাউট আন্দোলন  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) পূর্ণনাম :- World Organization of the Scout Movement ( WOSM ).
(২) প্রতিষ্ঠা লাভ করে :- ১৯২০ সালে।
(৩) বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা :- রবার্ট ব্যাডেন পাওয়েল।
(৪) আন্দোলনে সদস্য দেশের সংখ্যা :- ১৬১ টি।
(৫) প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয় :- ৩০ জুলাই – ৮ আগস্ট ১৯২০ ( অলিম্পিয়া, কেনসিংটন, লন্ডন ও ব্রিটেন )।
(৬) কমিটির সদস্য সংখ্যা :- ১৪
(৭) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।

Red Cross সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) রেড ক্রস – বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- হেনরী ডুনান্ট ( সুইজারল্যান্ড )।
(৪) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।
(৫) সদস্য সংখ্যা :- ১৮৯ টি।
(৬) প্রতিবছর রেড ক্রস দিবস পালিত হয় :- ৮ মে ( ডুনান্টের জন্মদিন )।
(৭) রেডক্রসের প্রতিক চিহ্ন :- লাল রঙের ক্রস ( + )।
(৮) মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম :- রেড ক্রিসেন্ট।
(৯) মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট এর প্রতীক চিহ্ন :- অর্ধাকৃতি চাঁদ।
(১০) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে।

 Amnesty International সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘ – মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ২৮ মে, ১৯৬১ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- পিটার বেনেনসন, ইংল্যান্ড।
(৪) সদর দপ্তর :- লন্ডন, যুক্তরাজ্য।
(৫) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯৭৭ সালে।
(৬) বর্তমান মহাসচিব :- সলিল শেঠি ( ভারত )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


hacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerhacklink satın alporno izleizmir escorteryaman escortGaziantep escortonwin girişTavşanlı escortGiresun escortankara escortkayseri escorteryaman escortsweet bonanza oynaPendik Escortistanbul escortanadolu yakası escorthalkalı escortmaltepe escortKurtkoy Escortyeşilköy escortYeşilköy otele gelen escortflorya eve gelen escortFlorya Kolombiya Escortgenç escort yeşilköyOtele Gelen Escort Yeşilköybeylikdüzü escortbuca escortfethiye escortısparta escortEscort BayanTürkiye Escort, Escort Bayanmarmaris escortBahçeşehir escortizmir escortBursa EscortSlot bonusu veren sitelerdeneme bonusu veren sitelerSütunlar güncellendi.
Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaTwitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplantantalya haberkeçiören evden eve nakliyatDeselerMasal OkuMasallar OkuNasrettin Hoca FıkralarıMasallarMasallarİstanbul mevlid lokmasıankara evden eve nakliyatİstanbul izmir evden eve nakliyatmamak evden eve nakliyatEtimesgut evden eve nakliyattuzla evden eve nakliyateskişehir uydu tamirankara parca esya tasımaSütunlar güncellendi.