আন্তর্জাতিক সংগঠন G77, G20 ,BRICS, INTERPOL, Red Cross এবং Amnesty International

Pathokia 

আন্তর্জাতিক সংগঠন বলতে দুই বা তার অধিক দেশে কর্মরত এক ধরনের বিশেষ সংস্থা।  এজাতীয় আন্তর্জাতিক সংগঠনে বে-সরকারী সংস্থার তুলনায় আন্তর্জাতিক ভাবে সম্পর্কযুক্ত  জনগোষ্ঠীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে বেশী থাকে। বিভিন্ন সংস্থার কর্মক্ষেত্র কিংবা কর্মতৎপরতা কার্যভেদে ভিন্ন হয়ে থাকে। এ ধরনের সংস্থাগুলো সাধারনতঃ দেশের সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না। তবে সরকারের কর্মপন্থার সাথে সীমিত পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সংস্থার প্রকৃষ্ট উদাহরণ হলো-জাতিসংঘ (United Nation)

আজ কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন G–77, G– ২০,BRICS, INTERPOL, Red Cross এবং Amnesty International এর তথ্য জানি-

  • G–77  সম্পর্কে তথ্যঃ 

(১) এর পূর্ণরুপ :- Group of Seventy Seven.
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৫ জুন, ১৯৬৪ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন সদস্য :- ৭৭ টি।
(৪) সদস্য সংখ্যা :- ১৩৪ টি।
(৫) সদর দপ্তর :- নেই।
(৬) বাংলাদেশ G – 77 এর চেয়ারম্যান ছিল :- ১৯৮২ – ৮৩ মেয়াদে।

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে

  • জি – ২০ ( G – 20 ) সম্পর্কে তথ্যঃ

(১) বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম :- জি – ২০।
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৯৯৯ সালে।
(৩) সদস্য দেশ :- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
(৪) জি – ২০ নামে আরো একটি সংগঠন রয়েছে যেটি উন্নয়নশীল দেশগুলো নিয়ে গঠিত। এটি প্রতিষ্ঠিত হয় – ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ২৩।

  • ব্রিকস ( BRICS ) সম্পর্কে তথ্যঃ

(১) ব্রিকস গঠিত হয় :- ১৬ মে ২০০৮।
(২) এর পূর্ব নাম :- BRIC ( ব্রিক )।
(৩) সদস্য দেশ :- ৫টি যথা: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
(৪) একাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৩, ১৪ নভেম্বর ২০১৯, ব্রাসিলিয়া, ব্রাজিল।
(৫) দ্বাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২০ সালে, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।

  • INTERPOL সম্পর্কে তথ্যঃ 

(১) পূর্ণরুপ :- International Criminal Police Organization.
(২) গঠিত হয় :- ১৯২৩ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন নাম :- International Criminal Police Commission.
(৪) প্রাথমিক সদস্য :- ৫০ টি।
(৫) বর্তমান সদস্য সংখ্যা :- ১৯৪ টি।
(৬) সদর দপ্তর :- প্যারিসের লিও, ফ্রান্স ( ১৯৮৯ – বর্তমান )।
(৭) প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর :- ভিয়েনা – অস্ট্রিয়া।
(৮) INTERPOL পরিচালিত হয় :- ‘ জেনারেল অ্যাসেম্বলিং’ নামক কমিটির মাধ্যমে।
(৯) বাংলাদেশ INTERPOL এর সদস্য পদ লাভ করে :- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
(১০) প্রথম নারী প্রেসিডেন্ট :- মিরিল্লি বাল্লেস ট্রাজ্জি – ফ্রান্স।

  • আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন

বিশ্ব স্কাউট আন্দোলন  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) পূর্ণনাম :- World Organization of the Scout Movement ( WOSM ).
(২) প্রতিষ্ঠা লাভ করে :- ১৯২০ সালে।
(৩) বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা :- রবার্ট ব্যাডেন পাওয়েল।
(৪) আন্দোলনে সদস্য দেশের সংখ্যা :- ১৬১ টি।
(৫) প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয় :- ৩০ জুলাই – ৮ আগস্ট ১৯২০ ( অলিম্পিয়া, কেনসিংটন, লন্ডন ও ব্রিটেন )।
(৬) কমিটির সদস্য সংখ্যা :- ১৪
(৭) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।

  • Red Cross সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) রেড ক্রস – বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- হেনরী ডুনান্ট ( সুইজারল্যান্ড )।
(৪) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।
(৫) সদস্য সংখ্যা :- ১৮৯ টি।
(৬) প্রতিবছর রেড ক্রস দিবস পালিত হয় :- ৮ মে ( ডুনান্টের জন্মদিন )।
(৭) রেডক্রসের প্রতিক চিহ্ন :- লাল রঙের ক্রস ( + )।
(৮) মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম :- রেড ক্রিসেন্ট।
(৯) মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট এর প্রতীক চিহ্ন :- অর্ধাকৃতি চাঁদ।
(১০) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে।

  •  Amnesty International সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ 

(১) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল – মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ২৮ মে, ১৯৬১ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- পিটার বেনেনসন, ইংল্যান্ড।
(৪) সদর দপ্তর :- লন্ডন, যুক্তরাজ্য।
(৫) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯৭৭ সালে।
(৬) বর্তমান মহাসচিব :- সলিল শেঠি ( ভারত )।

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুণ…

Recommended Posts

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ
World Heritage Bangladesh

ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ

মুসলমানদের তথা মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র উপসনালয় মসজিদ। বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও এখানকার ইসলামের ইতিহাস তেমন পুরাতন নয়। বাংলাদেশে কিছু প্রাচীন মসজিদ ছাড়া মোঘল আমলের পূর্বের প্রায় সকল প্রাচীন মসজিদ ই ধ্বংস হয়ে গেছে। আজ আমরা তেমনই কিছু ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ সম্পর্কে জানবো। সিংগাইর মসজিদঃ মধ্যযুগীয় এই সিংগাইর মসজিদটি ষাটগম্বুজ মসজিদের দক্ষিণ-পূর্ব কোনে অবসিহত। […]

Pathokia 

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত

রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত ( Rheumatoid Arthritis ) বলতে কি বোঝ? শতাধিক প্রকারের বাতরোগের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটেবাত অন্যতম। সাধারণত বয়স্করা এ রোগে আক্রান্ত হয়। কম বয়সী ছেলেমেয়েদের বেলায় গিঁটে ব্যথা বা যন্ত্রনা হওয়া রিউমেটিক ফিভার বা বাতজ্বর ( Rheumatic Fever ) জাতীয় অন্য রোগের লক্ষণ হতে পারে ( ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য)। অস্থিসন্ধির অসুখের […]

Pathokia 
Artimis:NASA’s Mega Moon Rocket
Science and Technology

আর্টেমিস : আবারও চাঁদের বুকে মানুষ

আর্টেমিস :আবারও চাঁদের বুকে মানুষ Artimis:NASA’s Mega Moon Rocket দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেট টি ২৯ আগস্ট যাওয়ার কথা ছিল। আর শেষ ধাপে পাঠানোর কথা ছিল মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছিল বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে (Kennedy Space […]

Pathokia