আন্তর্জাতিক সংগঠন G77, G20 ,BRICS, INTERPOL, Red Cross এবং Amnesty International
আন্তর্জাতিক সংগঠন বলতে দুই বা তার অধিক দেশে কর্মরত এক ধরনের বিশেষ সংস্থা। এজাতীয় আন্তর্জাতিক সংগঠনে বে-সরকারী সংস্থার তুলনায় আন্তর্জাতিক ভাবে সম্পর্কযুক্ত জনগোষ্ঠীর সদস্য সংখ্যা তুলনামূলকভাবে বেশী থাকে। বিভিন্ন সংস্থার কর্মক্ষেত্র কিংবা কর্মতৎপরতা কার্যভেদে ভিন্ন হয়ে থাকে। এ ধরনের সংস্থাগুলো সাধারনতঃ দেশের সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না। তবে সরকারের কর্মপন্থার সাথে সীমিত পর্যায়ে অংশগ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সংস্থার প্রকৃষ্ট উদাহরণ হলো-জাতিসংঘ (United Nation)
আজ কিছু আন্তর্জাতিক সংগঠন যেমন G–77, G– ২০,BRICS, INTERPOL, Red Cross এবং Amnesty International এর তথ্য জানি-
- G–77 সম্পর্কে তথ্যঃ
(১) এর পূর্ণরুপ :- Group of Seventy Seven.
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৫ জুন, ১৯৬৪ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন সদস্য :- ৭৭ টি।
(৪) সদস্য সংখ্যা :- ১৩৪ টি।
(৫) সদর দপ্তর :- নেই।
(৬) বাংলাদেশ G – 77 এর চেয়ারম্যান ছিল :- ১৯৮২ – ৮৩ মেয়াদে।
আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে
- জি – ২০ ( G – 20 ) সম্পর্কে তথ্যঃ
(১) বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম :- জি – ২০।
(২) প্রতিষ্ঠিত হয় :- ১৯৯৯ সালে।
(৩) সদস্য দেশ :- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র।
(৪) জি – ২০ নামে আরো একটি সংগঠন রয়েছে যেটি উন্নয়নশীল দেশগুলো নিয়ে গঠিত। এটি প্রতিষ্ঠিত হয় – ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে। এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ২৩।
- ব্রিকস ( BRICS ) সম্পর্কে তথ্যঃ
(১) ব্রিকস গঠিত হয় :- ১৬ মে ২০০৮।
(২) এর পূর্ব নাম :- BRIC ( ব্রিক )।
(৩) সদস্য দেশ :- ৫টি যথা: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
(৪) একাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৩, ১৪ নভেম্বর ২০১৯, ব্রাসিলিয়া, ব্রাজিল।
(৫) দ্বাদশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২০ সালে, সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া।
- INTERPOL সম্পর্কে তথ্যঃ
(১) পূর্ণরুপ :- International Criminal Police Organization.
(২) গঠিত হয় :- ১৯২৩ সালে।
(৩) প্রতিষ্ঠাকালীন নাম :- International Criminal Police Commission.
(৪) প্রাথমিক সদস্য :- ৫০ টি।
(৫) বর্তমান সদস্য সংখ্যা :- ১৯৪ টি।
(৬) সদর দপ্তর :- প্যারিসের লিও, ফ্রান্স ( ১৯৮৯ – বর্তমান )।
(৭) প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর :- ভিয়েনা – অস্ট্রিয়া।
(৮) INTERPOL পরিচালিত হয় :- ‘ জেনারেল অ্যাসেম্বলিং’ নামক কমিটির মাধ্যমে।
(৯) বাংলাদেশ INTERPOL এর সদস্য পদ লাভ করে :- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
(১০) প্রথম নারী প্রেসিডেন্ট :- মিরিল্লি বাল্লেস ট্রাজ্জি – ফ্রান্স।
- আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন
বিশ্ব স্কাউট আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ
(১) পূর্ণনাম :- World Organization of the Scout Movement ( WOSM ).
(২) প্রতিষ্ঠা লাভ করে :- ১৯২০ সালে।
(৩) বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা :- রবার্ট ব্যাডেন পাওয়েল।
(৪) আন্দোলনে সদস্য দেশের সংখ্যা :- ১৬১ টি।
(৫) প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয় :- ৩০ জুলাই – ৮ আগস্ট ১৯২০ ( অলিম্পিয়া, কেনসিংটন, লন্ডন ও ব্রিটেন )।
(৬) কমিটির সদস্য সংখ্যা :- ১৪
(৭) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।
- Red Cross সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ
(১) রেড ক্রস – বিশ্বের দুঃস্থ মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ৯ ফেব্রুয়ারি ১৮৬৩ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- হেনরী ডুনান্ট ( সুইজারল্যান্ড )।
(৪) সদর দপ্তর :- জেনেভা, সুইজারল্যান্ড।
(৫) সদস্য সংখ্যা :- ১৮৯ টি।
(৬) প্রতিবছর রেড ক্রস দিবস পালিত হয় :- ৮ মে ( ডুনান্টের জন্মদিন )।
(৭) রেডক্রসের প্রতিক চিহ্ন :- লাল রঙের ক্রস ( + )।
(৮) মুসলিম বিশ্বে রেড ক্রসের পরিবর্তিত নাম :- রেড ক্রিসেন্ট।
(৯) মুসলিম বিশ্বে রেড ক্রিসেন্ট এর প্রতীক চিহ্ন :- অর্ধাকৃতি চাঁদ।
(১০) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ সালে।
- Amnesty International সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ
(১) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল – মানবাধিকার সংরক্ষণে একটি আন্তর্জাতিক সংস্থা।
(২) প্রতিষ্ঠিত হয় :- ২৮ মে, ১৯৬১ সালে।
(৩) প্রতিষ্ঠাতা :- পিটার বেনেনসন, ইংল্যান্ড।
(৪) সদর দপ্তর :- লন্ডন, যুক্তরাজ্য।
(৫) শান্তিতে নোবেল পুরস্কার পায় :- ১৯৭৭ সালে।
(৬) বর্তমান মহাসচিব :- সলিল শেঠি ( ভারত )।
আন্তর্জাতিক সংগঠন সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুণ…