Twitter Takipçi Satın AlKartal evden eve nakliyatimplant

আন্তর্জাতিক সংঠনসমূহ-০২ (ই.ইউ, আরব লীগ, সার্ক, আসিয়ান, CIRDAP, BIMSTEC, ডি – ৮)

আন্তর্জাতিক সংঠনসমূহ-০২ (ই.ইউ, আরব লীগ, সার্ক, আসিয়ান, CIRDAP, BIMSTEC, ডি – ৮)

ইউরোপীয় ইউনিয়ন ( EU ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

১৯৫৮ সালে গঠিত ইইসি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইতালি, ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানিসহ ৬টি রাষ্ট্র। পরবর্তীতে ব্রিটেন ডেনমার্ক এবং গ্ৰিস European Commission ( EU )- এর সদস্য হয়। পরবর্তীতে স্পেন ও পর্তুগাল ১১তম ও ১২তম সদস্য হয়। EC – ১ নভেম্বর ১৯৯৩ EU – তে রুপান্তরিত হলে সুইডেন ( ১৩তম ), অস্ট্রিয়া ( ১৪তম ) ও ফিনল্যান্ড ( ১৫তম ) এতে যোগদান করে। এই ১৫ সদস্য নিয়ে শুরু হয় EU – ( European Union ) – এর অগ্ৰযাত্রা। বর্তমান সদস্য সংখ্যা – ২৭ টি।

এক নজরে ইউরো মুদ্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

(১) ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম :- ইউরো।
(২) ইউরো মুদ্রার জনক :- রবার্ট মুন্ডেল।
(৩) ইউরো মুদ্রা চালু হয় :- ১ জানুয়ারি ১৯৯৯ থেকে।

আরব লীগ ( League of Arb States ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

আরব লীগ গঠিত হয় :- ২২ মার্চ ১৯৪৫। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র :- ৭টি যথা: ইরাক, সিরিয়া, মিসর, লেবানন, জর্ডান, ইয়েমেন ও সৌদি আরব। বর্তমানে আরব লীগের সদস্য দেশ :- ২২টি। মিসর – ইসরায়েল চুক্তির পর যে দেশ আরব লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল :- মিসর। মিসরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয় :- ২৬ মার্চ ১৯৭৯। আরব লীগ থেকে মিসরকে বহিষ্কার করার কারণ :- ১৭ সেপ্টেম্বর, ১৯৭৮ সালে ইসরাইলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি করার জন্য। আরব লীগের সদর দপ্তর অবস্থিত :- কায়রো, মিসর। আরব লীগ থেকে মিসরে বহিষ্কার করার পর সংস্থাটির সদর দপ্তর স্থানান্তর করা হয় :- তিউনিস, তিউনিসিয়া। মিসর পুনরায় আরব লীগে যোগদান করে :- ২৩ মে ১৯৮৯। আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ :- ইরান ও ইসরাইল।

সার্ক ( SAARC ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ( SAARC ) এর পূর্ণরুপ হলো South Asian Association for Regional Co- operation. সার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম সম্মেলন হয়েছিল :- ১৯৮১ সালে কলম্বোতে। সার্ক প্রতিষ্ঠিত হয় :- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে। সার্কের প্রতিষ্ঠকালীন সদস্য :- ৭টি। সার্কের বর্তমান সদস্য সংখ্যা :- ৮টি যথা: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ, ভূটান ও আফগানিস্তান। সার্কের সর্বশেষ সদস্য দেশ :- আফগানিস্তান। সার্ক সচিবালয় অবস্থিত :- কাঠমান্ডুতে ( নেপাল )। সার্কের প্রথম চেয়ারম্যান ছিলেন :- হুসাইন মুহম্মদ এরশাদ। সার্কের প্রথম মহাসচিব ছিলেন :- আবুল আহসান ( বাংলাদেশ )। সার্কের বর্তমান মহাসচিব :- আমজাদ হোসেন বি. সিয়াল ( পাকিস্তান – ১৩তম )। সার্কের মহাসচিব নির্বাচিত হয় :- ৩ বছরের জন্য। সার্কের বর্তমান চেয়ারম্যান :- কে. পি. শর্মা অলি ( নেপাল )। সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল :- ৭ – ৮ ডিসেম্বর, ১৯৮৫ ( বাংলাদেশ – ঢাকায় )। সার্ক বিশ্ববিদ্যালয় অবস্থিত :- নয়াদিল্লি ( ভারত )। সার্ক কৃষি তথ্য কেন্দ্র :- ঢাকা ( বাংলাদেশ )। সার্ক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র :- নয়াদিল্লি ( ভারত )।

আসিয়ান ( ASEAN )সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

ASEAN এর পূর্ণরুপ হলো Association of South East Asian Nation। আসিয়ান প্রতিষ্ঠিত হয় :- ৮ আগস্ট, ১৯৬৭ সালে। আসিয়ানের প্রাথমিক সদস্য :- ৫টি যথা: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং থাইল্যান্ড। আসিয়ানের বর্তমান সদস্য :- ১০টি যথা: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া। ASEAN এর সর্বশেষ সদস্য :- কম্বোডিয়া ( ৩০ এপ্রিল, ১৯৯৯ )। ASEAN এর সদর দপ্তর :- জাকার্তা, ইন্দোনেশিয়া। ASEAN এর বর্তমান মহাসচিব :- লিম জোক হোই ( ব্রুনাই )। ASEAN+3 হলো :- আসিয়ানভূক্ত দেশসহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম।

CIRDAP সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

CIRDAP এর পূর্ণরুপ হলো Centre on Integrated Rural Development for Asia and the Pacific. প্রতিষ্ঠিত হয় :- ৬ জুলাই, ১৯৭৯ সালে। সদস্য সংখ্যা :- ১৫টি। সর্বশেষ সদস্য :- ফিজি। প্রতিষ্ঠার উদ্যোক্তা সংস্থা :- FAO ( জাতিসংঘের অঙ্গসংগঠন )। সদর দপ্তর :- ( চামেলী হাউজ )।

BIMSTEC সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

BIMSTEC এর বর্তমান পূর্ণরুপ হলো Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co- oporation। আগে BIMSTEC এর পূর্ণরুপ অগে ছিল :- Bangladesh, India, Mayanmar, Sri Lanka, Thailand, Economic Co- oporation. BIMSTEC গঠিত হয় :- ৬ জুন, ১৯৯৭ সালে। BIMSTEC এর পূর্বনাম আগে ছিল :- BISTEC. প্রতিষ্ঠাকালীন সদস্য :- ৪টি যথা: বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। বর্তমান সদস্য সংখ্যা :- ৭টি যথা: বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটান। সদর দপ্তর :- ঢাকা ( বাংলাদেশ)। সর্বশেষ সদস্য :- নেপাল ও ভূটান ( ফেব্রুয়ারি, ২০০৪ সালে )। বর্তমান মহাসচিব :- শহীদুল ইসলাম ( বাংলাদেশ )। ৫ম BIMSTEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে :- ২০২২ সালে ( শ্রীলঙ্কায় )।

ডি – ৮ ( D – 8 ) সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

D-8 কবে প্রতিষ্ঠিত হয়:- ১৫ জুন ১৯৯৭। D-8 এর সদস্য দেশ :- ৮টি যথা: তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মালয়েশিয়া ও নাইজেরিয়া।D-8 জোটের প্রস্তাবক :- তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী মাসুদ আসতামাদ।D-8 এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় :- ১৯৯৭ সালে ( তুরস্কে )।D-8 এর সদর দপ্তর :- ইস্তানবুল ( তুরস্ক )।বর্তমান মহাসচিব :- জাফর কে. শেরি ( মালয়েশিয়া )। ৯ম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় :- অক্টোবর ২০১৭, ইস্তানবুল ( তুরস্ক )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul escorthacklink satın alporno izleizmir escorteryaman escortankara escortGaziantep escortonwin girişHacklink satın alTavşanlı escortGiresun escortizmir escortankara escortkayseri escort